কোলাঘাটে নাবালিকার উপর যৌন অত্যাচারের প্রতিবাদে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন!সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: গত ২ রা এপ্রিল কোলাঘাট থানার রাইন গ্রামের হোসিয়ারী শ্রমিক বাপন দোলইয়ের ছোট মেয়ের উপর শারীরিক নির্যাতন চালায় পার্শ্…
কোলাঘাটে নাবালিকার উপর যৌন অত্যাচারের প্রতিবাদে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন!
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: গত ২ রা এপ্রিল কোলাঘাট থানার রাইন গ্রামের হোসিয়ারী শ্রমিক বাপন দোলইয়ের ছোট মেয়ের উপর শারীরিক নির্যাতন চালায় পার্শ্ববর্তী হরিহরপুর গ্রামের এক যুবক। ওই ঘটনার প্রতিবাদে,পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি ও নাবালিকার সুচিকিৎসার দাবিতে মহিলা সাংস্কৃতিক সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আজ জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের পক্ষে জেলা সম্পাদিকা প্রতিমা মান্না,মায়া খামরই,সুতপা সিনহা,জয়শ্রী সামন্ত প্রমুখ। পুলিশ সুপার প্রতিনিধিদলকে জানান,শেখ মমতাজ নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বাপনের বড় মেয়ে যে অষ্টম শ্রেণীতে পড়তো তাকে বিভিন্ন সময় ওই অভিযুক্ত উত্যক্ত করত। ফলস্বরূপ বাপন তার বড় মেয়েকে মামার বাড়ি পাঠিয়ে দেয়। এই অবস্থায় বাপনের পরিবার হোসিয়ারীর কাজ করতে চলে যাওয়ার ২ রা এপ্রিল ওই ফাঁক সময়ে মনতাজ বাপনের বাড়িতে হানা দেয় এবং বাপনের ছোট মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ওই নাবালিকাকে ছুরি দেখিয়ে তার উপর যৌন অত্যাচার করে। এবং মলদ্বারে চামচ ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। বর্তমানে ডাক্তারবাবুরা অপারেশন করে মলদ্বার থেকে চামচ বের করলেও নাবালিকা তমলুক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে।
No comments