Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নতুন বছর শুরুতেই ঢাকে কাঠি হলদিয়া বইমেলার!

নতুন বছর শুরুতেই ঢাকে কাঠি হলদিয়া বইমেলার
শুরু হবে সাত দিনের হলদিয়া বইমেলা।আগামী ১২ই এপ্রিল থেকে ১৮ ই এপ্রিল এই মেলা শুরু হবে শিল্প শহর হলদিয়ার প্রবেশদ্বার সিটি সেন্টার সংলগ্ন সোনার তরী প্রেক্ষাগৃহে। এবারের মেলা কে কেন্দ্র করে …

 


নতুন বছর শুরুতেই ঢাকে কাঠি হলদিয়া বইমেলার


শুরু হবে সাত দিনের হলদিয়া বইমেলা।আগামী ১২ই এপ্রিল থেকে ১৮ ই এপ্রিল এই মেলা শুরু হবে শিল্প শহর হলদিয়ার প্রবেশদ্বার সিটি সেন্টার সংলগ্ন সোনার তরী প্রেক্ষাগৃহে। এবারের মেলা কে কেন্দ্র করে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নিত্য গান আবৃত্তি অংকন প্রতিযোগিতা এছাড়াও নাট্য প্রেমীদের জন্য থাকছে প্রত্যেকদিন নাট্যানুষ্ঠান বইয়ের জন্য হাটুন । এই বার্তা দেওয়ার  জন্যই হলদিয়া দুর্গাচক ক্ষুদিরাম স্কয়ার থেকে দুর্গাচক সুপার মার্কেট পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। বইকে বন্ধু করুন বইয়ের জন্য হাটুন। আগামী ৯ এপ্রিল ব্রজলালচক হাই রোডে অনুষ্ঠিত হবে,  বর্ণাঢ্য পদযাত্রা একটাই স্লোগান বইকে বন্ধু করুন বইয়ের জন্য হাটুন। আগামী ১২ থেকে ১৮ই এপ্রিল বইমেলা প্রাঙ্গণে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলকে এই মেলা প্রাঙ্গণ আসার জন্য আহ্বান জানালেন বইমেলা কমিটির সম্পাদক সুবিমল দাস।

No comments