বাঙালি কি স্বার্থপরআমরা বাঙালি বাংলায় জন্মগ্রহণ করেছি বাংলা আমাদের মাতৃভাষা খুব গর্ববোধ করে একুশে ফেব্রুয়ারি আমরা উদযাপন করি। আমরা বাংলায় একুশে ফেব্রুয়ারি চর্চা করি কিন্তু এখনই কি আমরা প্রকৃত বাঙালি হতে পেরেছি? বাংলার সৃষ্টি …
বাঙালি কি স্বার্থপর
আমরা বাঙালি বাংলায় জন্মগ্রহণ করেছি বাংলা আমাদের মাতৃভাষা খুব গর্ববোধ করে একুশে ফেব্রুয়ারি আমরা উদযাপন করি। আমরা বাংলায় একুশে ফেব্রুয়ারি চর্চা করি কিন্তু এখনই কি আমরা প্রকৃত বাঙালি হতে পেরেছি? বাংলার সৃষ্টি কৃষ্টিকে আমরা সম্মান দিতে পেরেছি,না শুধু বাঙালি বলেই দায় সারা কাজ করছি। আমরা কি নতুন প্রজন্মকে বাংলার ঐতিহ্য বাংলার গৌরব বাংলার কবি সাহিত্যিক বাংলার স্বাধীনতার সংগ্রামীদের কথা কি তুলে ধরেছি? আর মন থেকে আমরা বিদেশি ভাষাকে বর্জন করে বাংলাকে রপ্ত করছি?
বাংলা ভাষাকে মাতৃভাষার রূপে স্বীকৃত পেয়েছে কিন্তু সেই বাংলায় এখনও ইংরেজি হিন্দি ভাষায় অফিস কাচারি চলছে। তাহলে কি আমরা প্রকৃত বাঙালিপনা হতে পেরেছি। কিন্তু আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ সেখানে বাংলাকে আগে অগ্রাধিকার দেওয়া হয়েছে তাদের অফিসে সমস্ত কাজকর্মে বাংলাকে তুলে ধরা হয়েছে। আমরা শুধু বাঙালি বলেই বড়াই করি । আমরা প্রকৃত বাঙালি হতে পারিনি।
সম্প্রতি হলদিয়া বইমেলা নববর্ষের প্রাক্কালে বৈশাখী আড্ডা কবি সম্মেলন আহ্বান করেছেন উৎসব কমিটি। সেই উৎসব কমিটি বইমেলা করছেন যাদের সৃষ্টি যাদের কৃষ্টি নিয়ে আমাদের এগিয়ে যাওয়া বর্ণপরিচয় এর স্রষ্টা বিদ্যাসাগর১৮৫৫সালে ২৯ শে মার্চ বর্ণপরিচয় প্রকাশিত করেছিলেন রবীন্দ্রনাথ বিশ্বকবি হয়েছিলেন নোবেল জয়ী আর বইমেলা হচ্ছে কোথাও বয়েই সিম্বল নেই মনীষী কাদের বলবো বিদ্যাসাগর রবীন্দ্রনাথ কবি সাহিত্যিক যাদের লেখনি যাদের অক্ষর নিয়েই একটা একটা অক্ষর নিয়ে যেমন মালা তৈরি হয় সেই অক্ষরের বিন্দু নিয়েই কবিতা প্রবন্ধ গল্প তৈরি হয় তাদের কিন্তু এই বই মেলায় ঠাঁই নেই।
হলদিয়া বইমেলা যেন একটি আলাদা মাত্রা পেয়েছে জেলার বহু বইমেলা হয় সরকারি বেসরকারিভাবেই সেখানে মনীষীদের ছবি এবং বইমেলার যে বই সম্ভারের প্রচ্ছদ আমরা দেখতে পাই কিন্তু হলদিয়া বইমেলা তার উল্টো। বইমেলার গেটে রয়েছে হলদিয়া রূপকার বইমেলার উদ্বোধক এই মেলায় যিনি সবথেকে বেশি অর্থ দান করেছেন তার ছবি? বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বিবেকানন্দ আমাদের জেলার স্বাধীনতা সংগ্রামীদের নেই কোন ছবি। রয়েছে কাদের প্রতিচ্ছবি?
জন্ম কাদেরকে দেখে এগোবে কাদের আদর্শে অনুপ্রাণিত হবে মেলা কমিটি হয়তো ভুলে গেছে।
No comments