এন,এইচ কে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে তাম্রলিপ্ত সম্মান- ২০২৫ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/S_mIOEaR91wএন.এইচ.কে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর এক অনন্য উদ্যোগ হল 'তাম্রলিপ্ত সম্মান'। যা এই ফাউণ্ডেশন এর বর্তমান সম্প…
এন,এইচ কে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে তাম্রলিপ্ত সম্মান- ২০২৫
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/S_mIOEaR91w
এন.এইচ.কে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর এক অনন্য উদ্যোগ হল 'তাম্রলিপ্ত সম্মান'। যা এই ফাউণ্ডেশন এর বর্তমান সম্পাদক সেক খাইরুল ইসলামের মস্তিষ্ক প্রসূত। এই সম্মানটি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন শহর ও প্রত্যন্ত গ্রামের মোট পাঁচজন ব্যক্তি বা সংস্থাকে প্রদান করা হল যাঁরা সমাজের জন্য, মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন স্বার্থহীনভাবে। অনুষ্ঠানটি আজ অর্থাৎ ১৩ই এপ্রিল তমলুক শহরের ইংরেজি মাধ্যম স্কুল- তাম্রলিপ্ত পাবলিক স্কুলের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল। অনুষ্ঠানটিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার পৌরপিতা ডঃ দীপেন্দ্র নারায়ন রায়, ভাইস চেয়ার পার্সন লীনা মাভৈ রায়, প্রধান পৃষ্ঠপোষক প্রাক্তন অধ্যাপক আশুতোষ দাস, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন স্তরের সম্মানীয় ব্যক্তিবর্গ প্রমুখ।
'তাম্রলিপ্ত সম্মান' ২০২৫ মূলত চারটি বিভাগে সম্মান প্রদান করা হয়েছে।
শিক্ষাক্ষেত্রে- পঞ্চানন মাইতি , পরিবেশ সচেতনতার জন্য-তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন, সামাজিক কাজ ও স্বাস্থ্য ক্ষেত্রে তমলুক ভলেন্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন,শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে হরপ্রসাদ সাহু ।এবং আরও দুটি সম্মান প্রদান করা হয়। সেগুলি হল- জীবনকাল অর্জন (লাইফটাইম অ্যাচিভমেন্ট)-ডঃ এ.আর. খান। মরনোত্তর সম্মান-ডঃ স্বপন কুমার ভৌমিক।তাম্রলিপ্ত পৌরসভার পৌরপিতা ডঃ দীপেন্দ্র নারায়ণ রায় বলেন এন.এইচ.কে. ওয়েলফেয়ার ফাউণ্ডেশন এর এই উদ্যোগ তমলুক তথা পূর্ব মেদিনীপুরের ইতিহাসেও স্বর্ণাক্ষরে রচিত থাকবে। তিনি এই ফাউণ্ডেশন এর সমস্ত সদস্যদের ভূয়সী প্রশংসা করেন এই মহান উদ্যোগের জন্য। এন.এইচ.কে ওয়েলফেয়ার ফাউণ্ডেশন তথা তাম্রলিপ্ত সম্মান কমিটির সম্পাদক সেক খাইরুল ইসলাম বলেন ২০০৩ সাল থেকে শিক্ষার পাশাপাশি সমাজের বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীদিনে আমাদের এই সংস্থা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের পাশে থাকবে বলে অঙ্গীকারবদ্ধ হন এবং আগামী বছরগুলিতেও আমরা আরও গুণী মানুষদের সম্মানিত করবো।এদিন এন.এইচ.কে ওয়েলফেয়ার ফাউণ্ডেশন এডুকেশনাল কমপ্লেক্সে ICICI ব্যাঙ্কের ATM উদ্বোধন করেন ডঃ দীপেন্দ্র নারায়ণ রায়।
No comments