রাম নবমীর মহাযজ্ঞে পঞ্চাশ কেজি লঙ্কা আহুতি
হলদিয়া বাসুদেবপুর এইচএফসি মাঠে এইচএসসি মাঠে মা দুর্গার ৯টি রূপে পূজা অর্চনা এবং নবগ্রহ মহাযজ্ঞ অনুষ্ঠানের সমাপ্তি দিন!রামনবমীর পুণ্য লগ্নে সকাল থেকে শুরু হয়েছিল মহাযজ্ঞ অনুষ্ঠান। এক…
রাম নবমীর মহাযজ্ঞে পঞ্চাশ কেজি লঙ্কা আহুতি
হলদিয়া বাসুদেবপুর এইচএফসি মাঠে এইচএসসি মাঠে মা দুর্গার ৯টি রূপে পূজা অর্চনা এবং নবগ্রহ মহাযজ্ঞ অনুষ্ঠানের সমাপ্তি দিন!
রামনবমীর পুণ্য লগ্নে সকাল থেকে শুরু হয়েছিল মহাযজ্ঞ অনুষ্ঠান। একদিকে চলছে মা দুর্গার নয়টি রূপে পূজা অর্চনা । চলছে মহাযজ্ঞ অনুষ্ঠান। আজকের বিশেষ মহাযজ্ঞ অনুষ্ঠানের আকর্ষণ মহাযজ্ঞ কুন্ডে প্রায় পঞ্চাশ কেজি শুকনো লঙ্কা আহুতি দেওয়া হল। সকাল থেকে ছিল দূর দূরান্ত থেকে মানুষের ঢল নেমেছিল। মহাযজ্ঞ অনুষ্ঠান আবার অন্যদিকে আজকে রামনবমী, ভগবান রামের আজ আবির্ভাব হয়েছিল সেই দিনকে স্মরণ করে আজকের রামনবমী পুজোতে মহাযজ্ঞে এক পলকে চোখে দেখার জন্য বহু দূর-দূরান্ত থেকে ভক্তরাও উপস্থিত হয়েছিলেন আজকের মহাযজ্ঞে ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল, হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা ছিলেন পূজা কমিটির অন্যান্য সদস্য সদস্যবৃন্দ । মহাযজ্ঞ যার হাত ধরেই এই যোগ্য শুরু হয়েছিল তিনি আজ নেই তাই ওনার দেখানো পথ ধরেই দেশের দশের সকলের মঙ্গল কামনার জন্যই আমরা এই মহাযোগ্য অনুষ্ঠান করে আসছি। সমাপ্তি দিনে সন্ধ্যা প্রায় দশ হাজার নরনারায়ণ সেবা অন্য ভোগ বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান। কমিটির যুগ্ম সম্পাদক স্বপন দাস, অমিত প্রামাণিক এবং কোষাধ্যক্ষ সুদীপ নস্কর বলেন দেখতে দেখতে প্রায় ১৩ তম বর্ষে পদার্পণ করেছেন এই অনুষ্ঠান।
সুদীপ নস্কর এবং অমিত প্রামানিক তিনারা বলেন যার হাত ধরে এই মহাযজ্ঞ শুরু হয়েছিল তিনি আমাদের মধ্যে আজ নেই। তার উপস্থিতি খুবই আমাদের শূন্যতা বহন করছে। তবে এই মহাযজ্ঞ চালিয়ে যাবে বলে তিনারা জানিয়ে দিলেন।
No comments