রামনবমীর পূর্ণ লগ্নে হাজরা মোড় জানা পরিবারের ২৭তম বাসন্তী পুজোয় মেতে উঠেছে উৎপল জানা ও শ্রীমতি ছন্দা জানার পরিবারের সদস্য সদস্যাগণ। দেখতে দেখতে জানা পরিবারের ২৭ তম বাসন্তী পূজা ।ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/-DHOhBm64F…
রামনবমীর পূর্ণ লগ্নে হাজরা মোড় জানা পরিবারের ২৭তম বাসন্তী পুজোয় মেতে উঠেছে উৎপল জানা ও শ্রীমতি ছন্দা জানার পরিবারের সদস্য সদস্যাগণ। দেখতে দেখতে জানা পরিবারের ২৭ তম বাসন্তী পূজা ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/-DHOhBm64FA
''বসন্তে বাসন্তী পূজা, মর্তে এলেন দশভূজা/কার্তিকেয়-গণপতি, আর লক্ষ্মী-সরস্বতী, সাথে এলেন অসুররাজা/ চৈত্রের শুক্লা নবমীতে, পূজিব মোরা বাসন্তীকে/ শঙ্খ ঘণ্টা, ধূপ-ধূনা, প্রদীপে, সবে আহ্বান করি মা'কে''। বাসন্তী পুজোর আয়োজন করে এলাকার মানুষের নজর কেড়েছে ।
নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমী উৎপল জানার বাড়িতে ২৭ তম বাসন্তী পূজা। একান্ত সাক্ষাৎকার দিলেন নটরাজ ডান্স এন্ড কালচারাল একাডেমী কর্ণধার শ্রীমতি ছন্দা জানা। তিনি বলেন মায়ের পূজার্চনার সাথে সাথেই নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমী ছাত্রীদের নৃত্যানুষ্ঠান গান প্রতিদিনই সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধান নববীর সন্ধ্যায় উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক বৈজ্ঞানিক গবেষক এবং গানের মূর্ছনায় ভরিয়ে তুললেন অনন্য দাস।
No comments