২০১৬ সালের এস এস সি প্যানেলে মেধার ভিত্তিতে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ সভা থেকে যোগ্য চাকরিহারাদের চাকুরী দেওয়ার দাবি
৩ রা এপ্রিল সুপ্রিমকোর্টের রায়ের ভিত্তিতে ২০১৬ সালের শিক্ষক ও শিক্ষাকর্মী …
২০১৬ সালের এস এস সি প্যানেলে মেধার ভিত্তিতে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ সভা থেকে যোগ্য চাকরিহারাদের চাকুরী দেওয়ার দাবি
৩ রা এপ্রিল সুপ্রিমকোর্টের রায়ের ভিত্তিতে ২০১৬ সালের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্যানেল বাতিল হওয়ার ফলে বহু মেধা ও যোগ্যতার ভিত্তিতে,যারা শিক্ষক ও শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত হয়েছিল তাদের চাকরি চলে গিয়েছে। কোর্ট রায় দিয়েছে,তাদেরকে সুদ সহ টাকা বেতনের টাকা ফেরত দিতে হবে। এরই প্রতিবাদে এসইউসিআই (কমিউনিস্ট)দলের পক্ষ থেকে রাজ্যজুড়ে প্রতিবাদ সভা হচ্ছে। মেছেদা সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গাতে এই সভা চলছে। মেচেদার সভায় দলের জেলা কমিটির সদস্য স্বপন জানা বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকুরীর ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে। এর দায় রাজ্য সরকারকে বিশেষ করে তার শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীকেই নিতে হবে। দুর্নীতিতে জড়িত নেতা মন্ত্রী সকলকে কঠোর শাস্তি দিতে হবে। রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্যের ওই সংক্রান্ত বিবৃতিযুক্ত লিফলেট জনগণকে দেওয়া হয়।
No comments