Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হস্তশিল্প মেলার উদ্বোধনে হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার প্রবীন কুমার দাস

হস্তশিল্প মেলার উদ্বোধনে হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার প্রবীন কুমার দাসসামনে বাংলার  নতুন বৎসর  উপলক্ষে  মহিলা হস্তশিল্পী, কারিগর, উদ্যোগপতিদের তৈরি সামগ্রীতেই সাজিয়েছে হস্ত শিল্প মেলার সম্ভার, রেজিনের কানের দুল, সুগন্ধী বার্…

 


হস্তশিল্প মেলার উদ্বোধনে হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার প্রবীন কুমার দাস

সামনে বাংলার  নতুন বৎসর  উপলক্ষে  মহিলা হস্তশিল্পী, কারিগর, উদ্যোগপতিদের তৈরি সামগ্রীতেই সাজিয়েছে হস্ত শিল্প মেলার সম্ভার, রেজিনের কানের দুল, সুগন্ধী বার্থ ডে ক্যান্ডেল, ড্রাই ফ্লাওয়ারের নৌকো, কাগজের কলম, ডিজাইনার অরনামেন্ট। স্টাইলিস কুর্তির সঙ্গে মানানসই ক্যাম্বেস কাপড়ের বর্ণময় হ্যান্ডব্যাগ। মহিষের শিং এর তৈরি বিভিন্ন আসবাবপত্র। টাউনশিপের বিবি ঘোষ অডিটোরিয়াম। আয়োজক সংস্থা লুক-অ্যাট মি। আসন্ন বাংলার  নববর্ষ কে স্বাগত জানাতে মহিলা হস্তশিল্পী, কারিগর, উদ্যোগপতিদের তৈরি সামগ্রীতেই সাজিয়েছে মেলার সম্ভার। ফিতা কেটে মঙ্গল প্রদীপ জ্বেলে মেলার শুভ সূচনা করেন হলদিয়া ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট জেনারেল ম্যানেজার প্রশাসক প্রবীন কুমার দাস উপস্থিত ছিলেন শস্ত্রীক সবিতা দাস। সূত্রে জানা যায় প্রায় ৭০টি স্টল রয়েছে এই মেলা প্রাঙ্গণে প্রত্যেকদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এবারের মেলার বিশেষ আকর্ষণ "মিস জুনিয়ার হলদিয়া" 12 বছরের জুনিয়র মিস (ফ্যাশন শো) তারাই এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন আগামী ৬ এপ্রিল। হলদিয়া সহ জেলার সমস্ত ক্রেতা সাধারণ শুভানুধ্যায়ী সকল প্রতিযোগীনীদের হস্তশিল্প মেলায় আসার জন্য আহ্বান করলেন  সৌমেন রক্ষিত এবং কৌশিক চ্যাটার্জী।

No comments