Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প শহরের ২৯ টি ওয়ার্ডের মহিলাদের বর্ষ বরণের শুভেচ্ছা জানালেন - মনিমালা

শিল্প শহরের ২৯ টি ওয়ার্ডের মহিলাদের বর্ষ বরণের শুভেচ্ছা জানালেন - মনিমালা ২৬শে বিধানসভা নির্বাচন তার আগেই পৌরসভার ২৯ টি ওয়ার্ডের মহিলা নেতৃত্বদের নিয়ে সভা করলেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস মহিলা সভানেত্রী মনিমালা করন। সূত্রে জা…

 



শিল্প শহরের ২৯ টি ওয়ার্ডের মহিলাদের বর্ষ বরণের শুভেচ্ছা জানালেন - মনিমালা 

২৬শে বিধানসভা নির্বাচন তার আগেই পৌরসভার ২৯ টি ওয়ার্ডের মহিলা নেতৃত্বদের নিয়ে সভা করলেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস মহিলা সভানেত্রী মনিমালা করন। সূত্রে জানা যায় রাজ্য নেতৃত্বের আহবানে "আঁচল" এই কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য হলদিয়া পৌরসভার ২৯টি ওয়ার্ডের মহিলা নেতৃত্বদের নিয়ে আজকের সভা করেন হলদিয়া গান্ধী ভবনে।

বিশেষ সূত্রে জানা যায়, আগামী ২৪ শে এপ্রিল হলদিয়া দুর্গাচক ক্ষুদিরাম স্কয়ার থেকে দুর্গাচক সুপার মার্কেট পর্যন্ত সম্প্রীতির পদযাত্রা শুরু হবে সে বিষয় নিয়েও আজ এই সভায় আলোকপাত করেন।  সর্বস্তরের মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানালেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সভানেত্রী মনিমালা করন।

No comments