সারস্বত উৎসব ও বর্ষবরণ!পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত নন্দরামপুর একতা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ২৬ তম সারস্বত উৎসব ও বর্ষবরণ।ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/UX0TvYgdlSA৫ ই বৈশাখ ১৯ এপ্রিল জাতীয় পতাকা উত্তো…
সারস্বত উৎসব ও বর্ষবরণ!
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত নন্দরামপুর একতা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ২৬ তম সারস্বত উৎসব ও বর্ষবরণ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/UX0TvYgdlSA
৫ ই বৈশাখ ১৯ এপ্রিল জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি এবং তারপরে ছোট্ট ছোট্ট বালক বালিকাদের বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬ ই বৈশাখ ২০ এপ্রিল রবিবার অঙ্কন প্রতিযোগিতা, সর্বসাধারণ মহিলাদের হাড়িভাঙ্গা ফুলের তোড়া বিনিময় এবং রাত্রিকালী অনুষ্ঠান ডান্স ট্রুপ। ৭ ই বৈশাখ একুশে এপ্রিল সোমবার ছদ্মবেশ প্রতিযোগিতায় আকর্ষণীয় পুরস্কার এবং রাত্রিকালীন বিচিত্রা অনুষ্ঠান কল্প মিউজিক্যাল ট্রুপ থাকবেন সারেগামাপা খ্যাত উপস্থিত থাকবেন কল্প মিউজিক্যাল ট্রুপে শ্রীজিৎ এবং বেবী অঙ্কিতা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ক্লাবের সদস্য সদস্যরা বৃন্দ।
No comments