পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে ২১ জনের কমিটি গঠন
আজ পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মহিষাদল ব্লকের অন্তর্গত ক্ষুদিরাম বোস গ্ৰুপ অফ ইনস্টিটিউশানে। জেলার প্রতি…
পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে ২১ জনের কমিটি গঠন
আজ পূর্ব মেদিনীপুর জেলা রোড রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মহিষাদল ব্লকের অন্তর্গত ক্ষুদিরাম বোস গ্ৰুপ অফ ইনস্টিটিউশানে। জেলার প্রতিটি ব্লক থেকে প্রায় ৭০ জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন।প্রধান অতিথির আসন অলংকৃত করেন শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হীরালাল মন্ডল ও কার্জকরী সভাপতি সৌরিন দাস,ওয়েষ্ট বেঙ্গল কাবাডি এ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিশিষ্ট ক্রীড়াবিদ সেক আজগর আলী, তমলুক পৌরসভার কাউন্সিলর দেবশ্রী মাইতি, সাংবাদিক দীপক পন্ডা ও দূর্গাপদ মিশ্র প্রমুখ ব্যাক্তিবর্গ।প্রধান অতিথি প্রবীণ কুমার দাস জেলা রোড রেস সংস্থার আয়োজনে আগামী ডিসেম্বর মাসে যে দীঘা বীচ ম্যারাথন অনুষ্ঠিত হবে তার সার্বিক সাফল্য কামনা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। জেলা রোড রেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা তথা ক্রীড়া শিক্ষক ত্রিদিব হাজারা বলেন দীঘা বীচ ম্যারাথনতো হবেই তার সাথে জেলার দৌড়বিদরা যাতে উপযুক্ত প্রশিক্ষণ পেয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারে তার কথা তুলে ধরেন। সম্মেলনে আগামী তিন বছরের জন্য ২১ জনের নূতন পরিচালন কমিটি গঠিত হয়।
1) তাপস কুমার মাইতি 2) সাম্য চক্রবর্তী 3) শ্রীদেব মন্ডল 4) দেবশ্রী দাস মাইতি 5) অমলেশ দাস 6) বসন্ত কুমার জানা 7) আব্দুল সামাদ খান 8) চন্দন কৃ. ঘোড়াই 9) ত্রিদিবনাথ হাজরা 10) এসকে সিদ্দিক রা 11) প্রব 12) গৌতম সামন্ত, 13) মানিক চন্দ 14) তন্ময় মাইতি
15) গীতাঞ্জলি প্রধান
16) রুমা মান্না
17)
18)
29)
20)
21)
মূল অংশে ৫ জন অন্তর্ভুক্ত হবে।
কারিগরি কমিটি
1) আশির্বাদ আদক
2) অমলেন্দু ব্যাগ
3) সুদর্শন পান্ডা
4) বিকাশ রায়
5) পূর্ণ চন্দ্র প্রামাণিক
6) শুভঙ্কর কালা
7) স্বরূপ গুছাইত
No comments