Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বইমেলায় বিজ্ঞানের মডেল গড়ে তাক দুই ছাত্রের

হলদিয়া বইমেলায় বিজ্ঞানের মডেল গড়ে তাক দুই ছাত্রের
হলদিয়ার রানিচক বিবেকানন্দ বিদ্যাভবন গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলের দুই ছাত্রের তৈরি স্মার্ট গ্যাস ডিটেকশন সিস্টেমের মডেল বিচারকদের তাক লাগিয়ে দিয়েছে। ইলেক্ট্রনিক্স মডেলটি প্রয়োগের বিচ…

 




হলদিয়া বইমেলায় বিজ্ঞানের মডেল গড়ে তাক দুই ছাত্রের


হলদিয়ার রানিচক বিবেকানন্দ বিদ্যাভবন গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলের দুই ছাত্রের তৈরি স্মার্ট গ্যাস ডিটেকশন সিস্টেমের মডেল বিচারকদের তাক লাগিয়ে দিয়েছে। ইলেক্ট্রনিক্স মডেলটি প্রয়োগের বিচারে অন্যদের চেয়ে এদিন এগিয়ে গিয়েছে। এমন উদ্ভাবনী মডেল তৈরির জন্য দুই ছাত্রকে প্রশংসিত হয়েছে হলদিয়া বইমেলায়। এদিন বইমেলা কমিটি স্কুল পড়ুয়াদের জন্য বিজ্ঞান মডেল প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করেছিল। সেখানে একাধিক মডেল স্মার্ট রেন ডিটেকশন, স্মার্ট হোম অটোমেশন, স্মার্ট ব্লাইন্ড স্টিকের মতো মডেলগুলির তারিফ করেছেন সকলেই। প্রতিটি মডেলেই ইলেক্ট্রনিক্সের দারুণ প্রয়োগ ঘটিয়েছে পড়ুয়ারা। একাজে তাদের সহযোগিতা করেছেন স্কুল শিক্ষকরাও। মডেলগুলি কীভাবে স্কুলের ল্যাবে তৈরি করা হয়েছে, এর পিছনের বিজ্ঞান, তার প্রয়োগ ভাবনার নতুনত্ব সুন্দরভাবে বিচারকদের ব্যাখ্যা করেছে পড়ুয়ারা।

এদিন বইমেলার বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় প্রথম হয়েছে প্রসূন মণ্ডল ও রঞ্জিত সামন্তের গ্রুপ, দ্বিতীয় হয়েছে সায়ন বেরা, সুমনা পড়ুয়ার গ্রুপ এবং তৃতীয় অর্পণ দোলই, সায়ন জানার গ্রুপ। হলদিয়ার সিটি সেন্টার মোড় সংলগ্ন সোনার তরী কমপ্লেক্সে বইমেলা প্রাঙ্গণে মডেল প্রতিযোগিতা দেখতে ভিড় করেছিলেন অনেকে। বইমেলা কমিটির সভাপতি সুজনকুমার বালা বলেন, স্কুল-কলেজের পড়ুয়াদের বইমেলামুখী করতে এধরনের মডেল প্রতিযোগিতা, ছবি আঁকা ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন দুপুর থেকে পড়ুয়াদের স্বরচিত ছড়া, কবিতা, নাচের সঙ্গে স্কুলভিত্তিক ইভেন্টের আয়োজনও রয়েছে। এদিন সকাল থেকে বইমেলা কমিটির উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। হলদিয়া মেডিক্যাল কলেজের ১৫জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর টিম পরিষেবা দেন। মেলায় দাঁতের অপারেশনের জন্য এসেছিল মোবাইল ডেন্টাল হাসপাতাল গাড়িও। বইমেলায় এসে বইকেনা, হস্তশিল্প সামগ্রী কেনার সঙ্গে ছবির প্রদর্শনীতে মজেছেন দর্শকরা। বইমেলায় শতাধিক ছবির প্রদর্শনী চলছে। হলদিয়ার নামী ও তরুণ শিল্পীদের আঁকা ছবি দেখতে ভিড় করছেন অনেকেই। ইতিমধ্যেই মেলা থেকে কয়েক হাজার টাকার ছবিও বিক্রি হয়েছে বলে জানান মেলা কমিটির সম্পাদক সুবিমল দাস। তিনি বলেন, এদিন বইমেলা কমিটি ও ভবানীপুর থানার যৌথ উদ্যোগে সাইবার ক্রাইম প্রতারণার বিষয়ে সচেতনতায় আলোচনাচক্র হয়েছে। এছাড়া স্কুলপড়ুয়া ও অভিভাবকদের বাল্যবিবাহ নিয়ে সতর্ক করেন পুলিস আধিকারিকরা।

No comments