পৌরসভা তার কর্মীদের শহরের পরিবেশ পরিচ্ছন্নতার পুরস্কার দিল
পরিবেশ পরিচ্ছন্নতায় সফলতার পুরস্কার প্রদান করল হলদিয়া পুরসভা। হলদিয়া পুরসভার প্রেস কর্নারে ওয়ার্ড ভিত্তিক সফল পুর-কর্মীদের হাতে আনুষ্ঠানিকভাবে ওই পুরস্কার তুলে দেওয়া হয়। …
পৌরসভা তার কর্মীদের শহরের পরিবেশ পরিচ্ছন্নতার পুরস্কার দিল
পরিবেশ পরিচ্ছন্নতায় সফলতার পুরস্কার প্রদান করল হলদিয়া পুরসভা। হলদিয়া পুরসভার প্রেস কর্নারে ওয়ার্ড ভিত্তিক সফল পুর-কর্মীদের হাতে আনুষ্ঠানিকভাবে ওই পুরস্কার তুলে দেওয়া হয়। হলদিয়া পুরসভার ২৯টি ওয়ার্ড। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বিভিন্নস্তরে প্রায় ১৩ কর্মী লাগাতারভাবে কাজ চালিয়ে যান। ইতিমধ্যে ডেঙ্গু বিজয় অভিযানে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পুরস্কার অর্জন করেছে হলদিয়া পুরসভা। এবার পুরসভা নিজের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে দলগত এই কর্মসূচিতে ১২টি পুরস্কার তুলে দেয়।২৯টি ওয়ার্ডের মধ্যে ২, ৪, ৫, ৭, ১১, ১৩, ১৪, ১৭ এবং ২৯ নম্বর ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতার পুরকর্মী দল 'পরিষ্কার পুরস্কার পুর সম্মান ২০২৫' পুরস্কার অর্জন করেছে। হলদিয়া পুরসভার এক্সিকিউটিভ অফিসার জুলফিকার আলি, পুর আধিকারিক চন্দন বেরা, স্বাস্থ্য আধিকারিক রথীন কুমার দাসের উপস্থিতিতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। হলদিয়ার মহকুমা শাসক তথা হলদিয়া পুর-প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন, "হলদিয়া পুরসভার সমস্ত ওয়ার্ডের নাগরিকদের পুরপরিষেবা যতটা সম্ভব বেশি দেওয়া যায়, সে কাজ করে চলেছি আমরা। সেক্ষেত্রে পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজটি খুবই গুরুত্বপূর্ণ। সেই কাজে আমরা পরিষ্কার পুরস্কার পুর সম্মান প্রথম চালু করেছি। তাতে বেশ কিছু ওয়ার্ডের দল পরিবেশ সুন্দর রাখার ক্ষেত্রে ভালো নজির গড়েছে। তাঁদের হাতে আমরা পুরস্কার তুলে দিতে পেরে আনন্দিত। এটা তাঁদের প্রাপ্য সম্মান। আশা করি আগামিদিনে সমস্ত ওয়ার্ডের কর্মীরা তাঁদের দায়িত্ব অনুযায়ী সমূহ কাজ সুন্দরভাবে গুছিয়ে করবেন।" আগামি দিনেও হলদিয়া পুরসভার ওয়ার্ডগুলির পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে পুরকর্মীদের মধ্যে যে একটা প্রতিযোগিতা বজায় থাকবে, তা বলাই বাহুল্য।
No comments