চৈতন্যপুর শ্রীরাম পূজন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা!
রাম নবমীর জন্মদিবস উদযাপন ও শ্রীরাম পূজন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল থেকে চৈতন্যপুর এলাকা ঘুরে শোভাযাত্রা পরে আইকেয়ার মাঠ শ্রীরাম মন্দিরে এসে শেষ হয়। ধর্ম আল…
চৈতন্যপুর শ্রীরাম পূজন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা!
রাম নবমীর জন্মদিবস উদযাপন ও শ্রীরাম পূজন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা সকাল থেকে চৈতন্যপুর এলাকা ঘুরে শোভাযাত্রা পরে আইকেয়ার মাঠ শ্রীরাম মন্দিরে এসে শেষ হয়। ধর্ম আলোচনা প্রায় দশ হাজার ভক্ত আজ এই বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/tM8sS1J5LFM
সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা সুতাহাটা থানা পুলিশ। আইকেয়ার মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়। চৈতন্যপুর নবতারা ক্লাব হয়ে রামপুর শ্রীধাম এবং হলদিয়া গ্রামী খেজুরতলা থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা ঘুরে এসে সমাপ্ত হয় আই কেয়ার মাঠে। সেখানেই চলে ধর্মালোচনা ধর্ম আলোচনা উপস্থিত ছিলেন বিভিন্ন আশ্রমের মহারাজগণ। সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন শ্রীরাম পুজন কমিটির মনোজ মাইতি পূজা কমিটির কার্যকরী সভাপতি।
No comments