মেদিনীপুরের সমন্বয় হলদিয়া শাখার সম্মেলনঅবিভক্ত মেদিনীপুর নিয়ে মেদিনীপুর সমন্বয় কমিটি গঠন হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে শাখা সংগঠন। হলদিয়া শাখা সাধারণ সভা অনুষ্ঠিত হয় হাজরা মোড় মৈত্রী ভূমি। ইউনিটির সকল সদস্যরা উপস্…
মেদিনীপুরের সমন্বয় হলদিয়া শাখার সম্মেলন
অবিভক্ত মেদিনীপুর নিয়ে মেদিনীপুর সমন্বয় কমিটি গঠন হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে শাখা সংগঠন। হলদিয়া শাখা সাধারণ সভা অনুষ্ঠিত হয় হাজরা মোড় মৈত্রী ভূমি। ইউনিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কমিটির দুজন সদস্য এই সাধারণ সভার উপস্থিত ছিলেন। ডঃ সুজন কুমার বালা জানান আগামী দিনের কর্মসূচি হিসেবে প্রায় তিন দফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী দিনের প্রস্তাবিত অনুষ্ঠান।১) প্রনম্য আভা পুস্তকটির প্রকাশ।কলাগেছিয়া জগদীশ হাইস্কুল। ২) ঋষি রাজনারায়ণ বসুর দ্বিশত জন্ম দিবস উদযাপন। ৩) হলদিয়া বইমেলায় মেদিনীপুরের বই পত্র স্টল।এই সাধারণ সভার নতুন কমিটি হিসেবে সভাপতি ডঃ সুজন কুমার বালা কার্যকরী সভাপতি আলক রঞ্জন দাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশীষ কুমার হাজরা। কোষাধক্ষ নির্বাচিত হয়েছেন মদনমোহন সেন, সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন সংলাপ মাইতি।
No comments