পূর্ব মেদিনীপুর জেলার থানায় থানায় কংগ্রেসের ডেপুটেশন ও বিক্ষোভ
সুপ্রীম কোর্ট রাজ্যে প্রায় ২৬,০০০ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল করার ফলে বাংলার শিক্ষার অন্ধকারময় দিকটি রাজ্যের মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। অন্যায়ভাবে বাতিল হ…
পূর্ব মেদিনীপুর জেলার থানায় থানায় কংগ্রেসের ডেপুটেশন ও বিক্ষোভ
সুপ্রীম কোর্ট রাজ্যে প্রায় ২৬,০০০ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল করার ফলে বাংলার শিক্ষার অন্ধকারময় দিকটি রাজ্যের মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। অন্যায়ভাবে বাতিল হওয়া যোগ্য শিক্ষকরা যখন DI অফিসে তাদের নিয়োগের দাবি জানাতে গিয়েছিল,তখন পুলিশ প্রশাসন নির্মম অত্যাচার করে। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে আমরা ধিক্কার জানাই। অনশনরত শিক্ষকদের মঞ্চে প্রদেশ কংগ্রেস সভাপতি সহ নেতৃত্ব যখন মানবিকতা ও সহানুভূতির খাতিরে পানীয় জল দিতে যায়, তখন পুলিশের আধিকারিকরা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে বাধা দেয়। কতিপয় পুলিশের এরুপ আচরণ শুধুমাত্র অগণতান্ত্রিক নয়, সংবিধান বিরোধীও বটে। তাই সংবিধান প্রণেতা ডঃ বি. আর. আম্বেদকরের জন্মদিনের প্রাকলগ্নে পুলিশ ও প্রশাসনকে সাংবিধানিক দায়িত্ব স্মরণ করিয়ে দিতে চেয়ে আজ পূর্ব মেদিনীপুর জেলার থানায় থানায় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়।
জেলা কংগ্রেস সভাপতি মানস করমহাপাত্র বলেন
শুধু আমাদের দলের কর্মী নয়, যেখানেই সাধারন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হবে, সেখানেই কংগ্রেস নেতৃবৃন্দ পথে নামবে, প্রতিবাদ করবে। এছাড়াও বাংলার কোন কোন জেলায় গোষ্ঠী সংঘর্ষ ঘটে চলেছে। এর পিছনে বিজেপি, আরএসএস এর বিদ্বেষের রাজনীতি এবং মৌলবাদী উস্কানি থাকলেও, এর দায় রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা। কংগ্রেস চায়, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের ঐতিহ্য রক্ষা করতে পুলিশ প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। জাতীয় কংগ্রেস সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা বজায় রাখার স্বার্থে প্রশাসনের সাথে সর্বতোভাবে সহযোগিতা করবে।
আজ ভগবানপুর, নন্দীগ্রাম, পাঁশকুড়া, তমলুক, দীঘা, রামনগর, এগরা ভূপতিনগর থানা সহ বিভিন্ন থানায় ডেপুটেশন দেওয়া হয়।
বিভিন্ন থানার ডেপুটেশনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শিউ মাইতি, কল্যাণ রায়, সঞ্জয় কুমার দাস, সহ সভাপতি সেখ মসিউর রহমান, সম্পাদক জয়ন্ত চৌধুরী, কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, জেলা মাইনরিটি সেলের চেয়ারম্যান শেখ শফিরুদ্দিন খান, জেলা কিষান কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত মহাপাত্র, কংগ্রেস নেতা মিলন প্রধান, ওয়াসিম আক্রম, মানিক মিশ্র, সুধীর দত্ত , সেখ শরাফুদ্দিন, তপন বারিক, ব্লক কংগ্রেস সভাপতিগণ স্বপন মহান্তি, অসিত পাত্র, নুরুল ইসলাম, প্রণব পঞ্চাধ্যায়ী, মানস দত্ত, আশরাফুল তুল্লা, সুরজিৎ ত্রিপাঠী প্রমুখ ও অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।
পাঁশকুড়া থানায় ডেপুটেশানে উপস্হিত ছিলেন সেখ সফিরুদ্দিন খান,কল্যান রায়, সূধীর দত্ত, ইব্রাহিম সেক, সেক জাহাংগীর প্রমূখ নেতৃবৃন্দ।
No comments