Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাসন মুক্তেশ্বর জিউ মন্দিরে পালিত হয় চড়ক!

রাসন মুক্তেশ্বর জিউ মন্দিরে পালিত হয় চড়ক! বাংলায় লোক উৎসবের মধ্যে চড়ক অন্যতম । চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তিতে চড়ক পুজো করে সমাপ্তি ঘটে বর্ষশেষের । মূলত মহাদেবের আরাধনা করতেই নাচ-গানের মাধ্যমে অনুষ্ঠিত হয় চড়ক। প্র…

 


   রাসন মুক্তেশ্বর জিউ মন্দিরে পালিত হয় চড়ক!

 বাংলায় লোক উৎসবের মধ্যে চড়ক অন্যতম । চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তিতে চড়ক পুজো করে সমাপ্তি ঘটে বর্ষশেষের । মূলত মহাদেবের আরাধনা করতেই নাচ-গানের মাধ্যমে অনুষ্ঠিত হয় চড়ক। প্রতি বছরই ন্যায় এবারও পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার রাসন মুক্তেশ্বর জিউ মন্দিরে পালিত হয় চড়ক ৷ প্রায় ১০০০ বছরের বেশি পুরনো এই মন্দির ৷ কথিত আছে স্বপ্নাদেশ পেয়ে  এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল।

 সেই ধারা আজও অব্যাহত ৷ এই মন্দিরের পাস দিয়ে একসময়ে বয়ে গেছে আদি গঙ্গা নদী। বর্তমানে সেটি খালে পরিণত হয়েছে ৷ সেই খালে স্নান করে মহাদেবের পুজো শুরু করেন ভক্তরা। কয়েকদিন দিন ধরে অনুষ্ঠান হয় ৷ চড়ক উপলক্ষ্যে মেলাও বসে । গাজনের এই পুজোয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও আশেপাশে এলাকা থেকে লক্ষাধিক মানুষের ভক্ত সমাগম হয় ৷ এই মন্দিরের আদি গঙ্গার খাল থেকে জল তুলে নিয়ে যায় ভক্তরা। সেই জল জেলার বিভিন্ন শিব মন্দিরে মহাদেবকে উপসর্গ করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এগরা থানার বিশাল সং্খ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে।

No comments