হলদিয়া বইমেলা ২০২৫ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ বিধায়ক ডক্টর লক্ষ্মণ চন্দ্র শেঠ!শিল্প সংস্কৃতি শিক্ষার শহর হলদিয়া। হলদিয়া বইমেলা তৃতীয় বর্ষরে পদার্পণ করলো। ২০২২ সালে এই বইমেলা শুরু হয়। হলদিয়…
হলদিয়া বইমেলা ২০২৫ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ বিধায়ক ডক্টর লক্ষ্মণ চন্দ্র শেঠ!
শিল্প সংস্কৃতি শিক্ষার শহর হলদিয়া। হলদিয়া বইমেলা তৃতীয় বর্ষরে পদার্পণ করলো। ২০২২ সালে এই বইমেলা শুরু হয়। হলদিয়া বিধানসভার অবিভক্ত সুতাহাটা থানা এলাকায় পরপর দু'বছর সেই মেলা সুতাহাটা থানা এলাকা হলেও এ বছর হলদিয়া সিটি সেন্টার সংলগ্ন সোনার তরী কমপ্লেক্সে মেলার উদ্বোধন হয়। ১২ থেকে ১৮ই এপ্রিল এই মেলা চলবে। এই মেলায় প্রায় ৩৫টি কলিকাতা থেকে বিভিন্ন বই এ পাবলিশারায় উপস্থিত হয়েছেন ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/Vmj4IUm5Dsw
এছাড়া হস্তশিল্প মেলা, বস্ত্র মেলা, শিশুদের জন্য আর্ট গ্যালারি রয়েছে এই মেলার আকর্ষণ। এই মেলার উদ্বোধনের উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, হলদিয়া আই কেয়ার সম্পাদক আশিস লাহিড়ী, প্রণব দাস ,সুদর্শন মান্না, উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের রাজ্য সম্পাদিকা মানসী দে শেট প্রমূখ। আগামী ১৮ই এপ্রিল পর্যন্ত চলবে এই বইমেলা। এবারের বইমেলার স্লোগান বই পড়ুন বই কিনুন বই পড়তে উৎসাহিত করুন নতুন প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে বইকে বন্ধু করার আহ্বান জানিয়েই এবারের এই বইমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হল।
No comments