ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে হলদিয়ায় প্রতিবাদ মিছিল!
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে সারা জেলার সাথেই শিল্পশহর হলদিয়ায় প্রতিবাদ মিছিল হল। ওই আইনকে সংবিধান বিরোধী বলে দাবি করলেন এবং কালো ব্যাচ পরে হলদিয়া শিল্প শহরের প্রতিবাদ …
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে হলদিয়ায় প্রতিবাদ মিছিল!
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে সারা জেলার সাথেই শিল্পশহর হলদিয়ায় প্রতিবাদ মিছিল হল। ওই আইনকে সংবিধান বিরোধী বলে দাবি করলেন এবং কালো ব্যাচ পরে হলদিয়া শিল্প শহরের প্রতিবাদ মিছিলে । হলদিয়া দেভোগ ঈদগাহ জমায়েত মসজিদে ইমাম সাহেবগণ বক্তব্য রাখেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/X_QFHGsIVUQ
সংবিধান বিরোধী বলে দাবি করেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সাংগঠনিক-সম্পাদক আজিজুর রহমান এবং দেভোগ ১৫ নম্বর ওয়ার্ডের যুব নেতা মতিউর রহমান।মিছিল শিল্পোশহরের প্রধান প্রবেশ পথ সিটি সেন্টার মোড়ে জমায়েতের মধ্য দিয়ে পথসভা হয়। হলদিয়া বাবাজি বাসা থেকে প্রায় তিন কিলোমিটার মিছিল সহকারে সিটি সেন্টার উপস্থিত হন। ওয়াকফ সংসদীয় আইনের প্রতিবাদে সকল বক্তাগণ বক্তব্য রাখেন। প্রতিবাদ মিছিল কে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশের কড়া নজরদারি ছিল। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার না করা হলে আগামী দিনে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন।
No comments