Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দু:স্থ ছাত্র-ছাত্রীদের পাঠ্যসামগ্রী বিতরণ!

দু:স্থ ছাত্র-ছাত্রীদের পাঠ্যসামগ্রী বিতরণ!সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: দেউলিয়া সত্যেন বোস বিজ্ঞান সংস্থার উদ্যোগে ২৭ এপ্রিল বাৎসরিক পাঠ্যসামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। দেউলিয়া বাজারের এক সহৃদয় ডাক্তারের সহযোগিত…

 




    দু:স্থ ছাত্র-ছাত্রীদের পাঠ্যসামগ্রী বিতরণ!

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: দেউলিয়া সত্যেন বোস বিজ্ঞান সংস্থার উদ্যোগে ২৭ এপ্রিল বাৎসরিক পাঠ্যসামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। দেউলিয়া বাজারের এক সহৃদয় ডাক্তারের সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এ বছরও অর্ধশত দু:স্থ ও মেধাবী স্কুল ছাত্র-ছাত্রীদের খাতা-কলম,জলের বোতল ইত্যাদি পাঠ্যসামগ্রী প্রদান করা হয়। কোলাঘাট ব্লকের চারটি হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের এই পাঠ্যসামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদমপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘনাথ খামরই। বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহারের সচেতনতা এবং মনীষী চর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার অন্যতম কর্মকর্তা স্বপন জানা,প্রয়াস খামরই,হরপ্রসাদ বর্মন,রাজু মাকাল ও সুদীপ্ত মান্না এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞান সচেতনতা শিবির,পরিবেশ ভাবনা,সেইসঙ্গে কুসংস্কার বিরোধী বিজ্ঞান শো ইত্যাদির মাধ্যমে বিজ্ঞান চিন্তা প্রসারে সত্যেন বোস বিজ্ঞান সংস্থা ব্যাপকভাবে এলাকার মানুষের মধ্যে সাড়া ফেলেছে। পাশাপাশি গত দু'বছর যাবত গরীব ছাত্রদের পড়াশোনার মান উন্নয়নে পাঠ্যসামগ্রী বিতরণের কর্মসূচি এলাকার মানুষের মধ্যে আসার সঞ্চার করেছে।



No comments