হোমিওপ্যাথির জনক হ্যানিমেনের ২৭১ তম জন্ম দিবস উদযাপন সংবাদদাতা- ডা: সুজিত মাইতি: -আজ হোমিওপ্যাথিক চিকিৎসার আবিস্কারক মহাত্মা হ্যানিমেনের ২৭১ তম জন্মদিবস।সারা বিশ্বের সাথে মেডিক্যাল সার্ভিস সেন্টারের উদ্যোগে মেছাদার বিদ্য…
হোমিওপ্যাথির জনক হ্যানিমেনের ২৭১ তম জন্ম দিবস উদযাপন
সংবাদদাতা- ডা: সুজিত মাইতি: -আজ হোমিওপ্যাথিক চিকিৎসার আবিস্কারক মহাত্মা হ্যানিমেনের ২৭১ তম জন্মদিবস।সারা বিশ্বের সাথে মেডিক্যাল সার্ভিস সেন্টারের উদ্যোগে মেছাদার বিদ্যাসাগর লাইব্রেরী হলে এইদিনটি পালন করা হয়। হ্যানিমেনের জীবন সংগ্রাম ও হোমিওপ্যাথিক দর্শন নিয়ে আলোচনা করেন ডা: দীপেন জানা ও ডা: বিশ্বজিৎ হাটই। সভাপতিত্ব করেন ডা: কালী শংকর পাত্র। তিনি বলেন ' চিকিৎসা বিজ্ঞানে হোমিওপ্যাথিক একটি যুগান্তকারী পদ্ধতি। রোগ সম্পূর্ণ নিরাময় করতে হলে এই পদ্ধতির বিকল্প নেই। তাই হোমিওপ্যাথি প্রসারে জনমানসে প্রচার করতে হবে। এর সীমাবদ্ধতা দূর করবার জন্য সরকারিভাবে আরও তৎপরতার প্রয়োজন আছে।' এছাড়া মেডিক্যাল সার্ভিস সেন্টারের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডা: বিশ্বনাথ পড়িয়া উপস্থিত ছিলেন।
No comments