আজ ধর্মপ্রাণ মুসলিম ভাইদের খুশির ঈদইসলামিক দিনপঞ্জির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। আজকের দিনে এই খুশির ঈদ পালন করলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের মান্দারপুর যুব গোষ্ঠী। মান্দারপুরের পঞ্চায়েত সদস্য ওয়াসিম রহমান ব…
আজ ধর্মপ্রাণ মুসলিম ভাইদের খুশির ঈদ
ইসলামিক দিনপঞ্জির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। আজকের দিনে এই খুশির ঈদ পালন করলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের মান্দারপুর যুব গোষ্ঠী। মান্দারপুরের পঞ্চায়েত সদস্য ওয়াসিম রহমান বলেন,
ঈদ উৎসব সারা ভারতবর্ষে পালিত হচ্ছে এবং আমাদের বাংলায়ও আনন্দের সহিত এই দিনটি আমরা উদযাপন করছি , ঈদ হচ্ছে খুশির মিলনের ক্ষেত্র। এই খুশির উৎসবে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে নিয়ে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে, হিংসাকে পিছনে ফেলে দিয়ে, মানুষের প্রতি মানুষের ভক্তি মানুষের ভালোবাসা, মানুষের মধ্যে এই সিস্টেমটাকে আনার অঙ্গীকার নিয়ে আমরা আজকে ঈদ উৎসব পালন করেছি, হিন্দু মুসলিম খৃষ্টান জৈন, জাতি ধর্ম বর্ণ সমন্বয়, এবং পথচারী সমস্ত মানুষকে নিয়ে এই মিলন উৎসব পালিত হচ্ছে, এই মিলন উৎসবকে আরো সুন্দর করে গড়ে তুলতে আমরা সমস্ত মানুষের হাতে তুলে দিচ্ছি মিষ্টি এবং জলের বোতল, ঈদের খুশির উপলক্ষে আমরা কিছু দুস্থ মানুষদের বস্ত্র তুলে দিয়েছি।
No comments