Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৬ শে বিধানসভা নির্বাচনের আগে কারখানার গেট দখল নিয়ে সরগরম শিল্প শহর হলদিয়া

২৬ শে বিধানসভা নির্বাচনের আগে কারখানার গেট দখল নিয়ে সরগরম শিল্প শহর হলদিয়াপূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া টাটা পাওয়ার হুগলি মেট্রো গেটের সামনে সকাল থেকে শ্রমিক ও পুলিশের উত্তেজনা দেখা যায়। বিশেষ সূত্রে জানা যায় হলদিয়…

 



২৬ শে বিধানসভা নির্বাচনের আগে কারখানার গেট দখল নিয়ে সরগরম শিল্প শহর হলদিয়া

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া টাটা পাওয়ার হুগলি মেট্রো গেটের সামনে সকাল থেকে শ্রমিক ও পুলিশের উত্তেজনা দেখা যায়। বিশেষ সূত্রে জানা যায় হলদিয়া হুগলি মেট্রো কারখানার সামনে বি এম এস শ্রমিক সংগঠনের একটি অফিস নির্মাণকে কেন্দ্র করেই উত্তেজনা। হলদিয়া বন্দরের জায়গার উপর বিএমএস ভারতীয় মজদুর সংঘের অফিস নির্মাণ করার জন্য সকাল থেকে শ্রমিকরা জড়ো হয়। খবর পেয়ে দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ।আইএনটিটিইউসি এবং বিএমএস শ্রমিক সংগঠনের  উভয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। অবশেষে দুর্গাচক থানার পুলিশ ঘটনা স্থলে এসে সামাল দেন। দাবি পাল্টা দাবি শুরু হয় উভয় দুই দলের মধ্যে। ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী বলেন হুগলি মেট্রো টাটা পাওয়ার স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক তাদের সদস্য প্রায় পঞ্চাশ শতাংশ রয়েছে। আমাদের অফিস করাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস ও আইএনটিটিইউসি পুলিশকে দিয়ে বাধা সৃষ্টি করছে। আগামী দিনে আমরা শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে আমরা অফিস নির্মাণ করব। কটাক্ষ করেছেন আইএনটিটিইউসি প্রাক্তন সভাপতি বর্তমান তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা সাধারণ সম্পাদক শিবনাথ সরকার তিনি বলেন ইউনিয়নের স্বীকৃতি নেই ওই টাটা পাওয়ার কারখানায়। সেখানে জবরদস্তি করে অফিস করবে কেন আর আমাদের দলের কেউই বাধার সৃষ্টি করেনি এটা ভারতীয় মজদুর সংঘ যারা করেন তাদের গোষ্ঠীদ্বন্দ। আপনারা জানেন গত কয়েকদিন আগেই ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং এমপি উভয়ের কাঁদা ছুড়াছুড়ি আপনারা শুনেছেন তাই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। নাম দিচ্ছে  তৃণমূল কংগ্রেসের। প্রদীপ বিজলী বলেন সামনে বিধানসভা নির্বাচন হলদিয়ার শ্রমিক শ্রেণীর মানুষ জানেন কারা শ্রমিকের স্বার্থে কাজ করে থাকে। গত কয়েক মাস আগেই হুগলি মেট্রো নির্বাচনে মাত্র দুটো একটি ভোটে জয়লাভ করেছে আইএনটিটিইউসি আগামী দিনে আমরা ওই ইউনিয়ন নিশ্চিত শ্রমিকদের আশীর্বাদ নিয়ে আমরা তৈরি করব। আর ওই কারখানার সামনে জায়গা বন্দর কর্তৃপক্ষে যদি বাধা সৃষ্টি করতে হয় তাহলে বন্দর কর্তৃপক্ষ করবে । তা না করে সেখানে শাসক দলের হয়ে পুলিশ তাবেদারি করছে।

No comments