হলদিয়া ভবানীপুর থানার সিভিক পুলিশ পথ দুর্ঘটনায় গুরুতর জখম!টাউনশিপ থেকে বাড়ী আসার সময় স্কুটি চালিয়ে নিয়ে আসছিল আর সেই সময়ই পিছন দিক থেকে একটি গাড়ি সাজোরে ধাক্কা মারে ।স্কুটি চালিয়ে নিয়ে আসা আরোহী তৎক্ষণাৎ পড়ে যায় গুরুত…
হলদিয়া ভবানীপুর থানার সিভিক পুলিশ পথ দুর্ঘটনায় গুরুতর জখম!
টাউনশিপ থেকে বাড়ী আসার সময় স্কুটি চালিয়ে নিয়ে আসছিল আর সেই সময়ই পিছন দিক থেকে একটি গাড়ি সাজোরে ধাক্কা মারে ।স্কুটি চালিয়ে নিয়ে আসা আরোহী তৎক্ষণাৎ পড়ে যায় গুরুতর জখম হয়। এলাকার মানুষ দেখতে পেয়ে তাকে তৎক্ষণাৎ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং চিকিৎসা করে। জানা যায় তার হাতটি ভেঙেছে। ভবানীপুর থানা সিভিক আরিফ বিল্লাহ। এখন সুস্থ রয়েছে তাই মানুষের একটাই কথা যারা রাস্তায় দাঁড়িয়ে সকলকে সচেতন করেন তিনি আক্রান্ত হলেন? তবে আরিফ বলেন আমরা যারা পথে সাইকেল মোটরসাইকেল বা হাঁটছি শুধু নিজের সচেতন থাকলে হবে না। আমার সামনে যারা চলছে বা পিছনে যারা আসছে তাদেরকেও এলার্ট করার দায়িত্ব আমাদের। না হলে আপনি যতই সতর্ক হয়ে ফুটপাত থেকে যদিও যান কিন্তু পিছনে সে যদি বেসামাল থাকে এসে ধাক্কা মারবেই দুর্ঘটনা ঘটবেই। তাই রাস্তায় চলতে গেলে সামনে এবং পিছনে সকলকে এলার্ট করা মধ্য দিয়ে আপনি যদি চলেন তাহলে পথ দুর্ঘটনা কখনোই হবে না।
No comments