জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরি, ক্ষোভ
জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরির ফের তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর (ডিআরডিও)। ফলে ফের রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে চলেছে 'জুনপুট মিশাইল এবং হরিপুর পরমাণুচুল্লি…
জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরি, ক্ষোভ
জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তৈরির ফের তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর (ডিআরডিও)। ফলে ফের রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলতে চলেছে 'জুনপুট মিশাইল এবং হরিপুর পরমাণুচুল্লি বিরোধী গণপ্রতিরোধ মঞ্চ'। সম্প্রতি কাঁথির উপকূলবর্তী জুনপুটে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ার জন্য সীমানা চিহ্নিত করার কাজ করতে গিয়ে ফের বাধা পায় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিআরডিও। মৎস্যজীবীদের আপত্তিতে এদিন সীমানা নির্ধারণের জন্য খুঁটি পোঁতার কাজ আটকে যায়। এদিকে গণপ্রতিরোধ মঞ্চের কনভেনর বিশ্বজিৎ রায় বলেন, কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর ফের জনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করার জন্য তোড়জোড় শুরু করেছে। যা হাজার হাজার মৎস্যজীবী এবং এলাকাবাসী ভিটে মাটি, জীবন-জীবীকা থেকে উচ্ছেদ হওয়ার আতঙ্কে ভুগছেন। জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করা যাবে না। দেশের প্রতিরক্ষার জন্য যদি করতেই হয় তাহলে জনমানব শূন্য কোনও স্থানে এই প্রকল্প হোক। জানা গিয়েছে, ডিআরডিও এই প্রকল্প স্থাপন নিয়ে জেলা প্রশাসনের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বসতে চাইছে।
No comments