২৫ মার্চ থেকে লাগাতার ধর্মঘটের ডাকআগামী ২৫ মার্চ থেকে দেশধ্যাপী লাগাতার ডাক ধর্মঘটে নামবেন ডাক কর্মচারীরা। সোমবার নয়াদিল্লির যন্তর মন্তরে ডাককর্মীদের এক সমাবেশে একথা ঘোষণা করেছেন নেতৃবৃন্দ। এদিন যন্তর মন্তরে ডাককর্মী সংগঠনগুলির য…
২৫ মার্চ থেকে লাগাতার ধর্মঘটের ডাক
আগামী ২৫ মার্চ থেকে দেশধ্যাপী লাগাতার ডাক ধর্মঘটে নামবেন ডাক কর্মচারীরা। সোমবার নয়াদিল্লির যন্তর মন্তরে ডাককর্মীদের এক সমাবেশে একথা ঘোষণা করেছেন নেতৃবৃন্দ। এদিন যন্তর মন্তরে ডাককর্মী সংগঠনগুলির যৌথ আন্দোলনের মঙ্গা পোস্টাল ডফেন্ট কাউন্সিল অফ অ্যাকশনের ডাকে এক অবস্থান ও ধরনা কর্মসূচি পালিত হয়। এনএফপিই, এফএনপিও, এআইজিডিএসইউ এবং এনইউজিডিএস এই মঞ্চে রয়েছে। এই কর্মসূচিতে এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাক কর্মচারী ও এনএফপিই, এফএনপিও উভয় ডাক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয়
নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন সকালে কর্মসূচির সূচনা করেন এফএনপিও সংগঠনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল ত্যগরাজন।
এদিনের সমাবেশে সমস্ত সংগঠনের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব বক্তব্য রাখেন এবং সকলেই যৌথ লাগাতার লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন। সভার শেষে দু'টি ফেডারেশনের সাধারণ সম্পাদক জনার্দন মজুমদার ও শিবাজী ভিসারেডি ঘোষণা করেন, কিছু বাস্তবতার কারণে পূর্বে ঘোষিত ১৮ মার্চের পরিবর্তে আগামী ২৫ মার্চ থেকে দেশব্যাপী লাগাতার ডাক ধর্মঘটে নামারে ডাক কর্মচারীরা। আগামী ৬ই মার্চ ধর্মঘটের
নোটিস প্রদান করা হবে। উভয় সংগঠনের সর্বভারতীয় সভাপতিদ্বয় সভাপতি মণ্ডলীর দায়িত্ব পালন করেন। সিআইটিইউ'র সাধারণ সম্পাদক তপন সেন এই সমাবেশে বলেন, আগামী ১৮ মার্চ দিল্লিতে এক কনভেনশনের মধ্যে দিয়ে নয়া শ্রম কোড বাতিল করতে সমস্ত কেন্দ্রীয় ট্রেন্ড ইউনিয়ন আগামী সে মাসে দেশব্যাপী ধর্মঘট আহবান করবে। ডাক দপ্তরকে বেসরকারি হাতে তুলে দেওয়া রুখতে সর্বস্তরের ডাককর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।
সমাবেশকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ডাক দপ্তরের অস্তিত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সমস্ত কণ্ঠারীদের ঐক্যবদ্ধ লড়াইতে নামার জরুরি।
No comments