টিউব ওয়েল সারানোর দাবিতে গ্রাম প্রধানের কাছে স্মারকলিপিপূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত নাট শাল১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়চাঁদ পাত্র খালপাড়ের গ্রামবাসীদের নিবেদন বনমালী কয়ালের বাড়ির নিকট একটি টিউব ওয়ে…
টিউব ওয়েল সারানোর দাবিতে গ্রাম প্রধানের কাছে স্মারকলিপি
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত নাট শাল১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়চাঁদ পাত্র খালপাড়ের গ্রামবাসীদের নিবেদন বনমালী কয়ালের বাড়ির নিকট একটি টিউব ওয়েল বসানো রয়েছে সেই টিউবওয়েলর উপর প্রায় ওই এলাকার ৪০ টি পরিবার নির্ভর করে ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/ZEqSo6Kscrw
কিন্তু মাঝেমধ্যেই ওই টিউবওয়েল ভিতরে চিপ ইট গুড়ো মাটি দিয়ে ইচ্ছাকৃতভাবে জাম করে দেওয়া হয়। যাতে ওই এলাকার মানুষ টিউয়েলের জল যাতে না ব্যবহার করতে পারে। এই কাজটি করতেন পম্পা দেবনাথ কয়াল নামে এক মহিলা স্বামীর নাম প্রশান্ত কয়াল এলাকার মানুষের দাবি ওই ভদ্রমহিলা, টিউবওয়েল টি যখন তখন স্টোন চিপ, ইটগুলো দিয়ে ভর্তি করে দেয় । তার ফলে এলাকার চল্লিশটি পরিবার পানীয় জলের সমস্যায় পড়ে যান। আর সে জন্যই আজ নাটশাল গ্রাম পঞ্চায়েত প্রধানের নিকট প্রায় ২০ জন মহিলা উপস্থিত হলেন। এবং লিখিত আবেদন জমা দিলেন। আবেদনকারীদের মধ্যে মহিলা বনলতা কয়াল সংবাদ মাধ্যম মুখোমুখি হয়ে বললেন ওই টিউবওয়েল টির উপর প্রায় ওই এলাকার চল্লিশটি পরিবার নির্ভর করে। মাঝেমধ্যে টিউবওয়েলের ভিতরে ইটগুড়ি মাটি ভরে দেয়। আমরা এই এলাকার মানুষ চাঁদা তুলে টিউবওয়েল সারানোর ব্যবস্থা করি। পরবর্তীকালে আমরা জানতে পারি এই ধরনের অবস্থা করে রাখে পম্পা দেবনাথ কয়াল স্বামীর নাম প্রশান্ত কয়াল । তিনি কেন বা এই এই ধরনের কাজ করেন আমরা বুঝতে পারছি না। তাই আজ প্রধান সাহেবের নিকট আমরা আবেদনপত্র জমা দিলাম। যাহাতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরা তিনি বলেন আবেদনকারীদের আবেদন পেয়েছি খুব শীঘ্রই তদন্ত করে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব এবং টিউবওয়েল টি দ্রুত সারানোর চেষ্টা করছি।
No comments