গ্রাম পঞ্চায়েতে আসন্ন মহিলারা তাদের শিশুদের স্তন পান করার জন্য একটি কক্ষ, যা জেলার মধ্যে নজির!
পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল পঞ্চায়েত সমিতির অন্তর্গত নাট শাল গ্রাম পঞ্চায়েতে তৈরি করা হয়েছে মাতৃদুগ্ধ স্তন পান কেন্দ্র। পঞ্চায়েত …
গ্রাম পঞ্চায়েতে আসন্ন মহিলারা তাদের শিশুদের স্তন পান করার জন্য একটি কক্ষ, যা জেলার মধ্যে নজির!
পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল পঞ্চায়েত সমিতির অন্তর্গত নাট শাল গ্রাম পঞ্চায়েতে তৈরি করা হয়েছে মাতৃদুগ্ধ স্তন পান কেন্দ্র। পঞ্চায়েত প্রধান শিবপ্রসাদ বেরা তিনি বলেন রাস্তাঘাটে বা এক কথায় পাবলিক প্লেসে স্তন্যপান করাতে গিয়ে হামেশাই সমস্যায় পড়েন বহু মহিলা। আশেপাশের লোকেদের দেখে ইতঃস্তত বোধ করা তো আছেই, মাঝেমধ্যে নানা কটূক্তির শিকারও হতে হয় তাঁদের। এই সমস্যাকে দরিবিভূত করার জন্য পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম নাট শাল গ্রাম পঞ্চায়েতে তৈরি হয়েছে মাতৃদুগ্ধ স্তন পান কেন্দ্র। গ্রাম পঞ্চায়েতে এক কর্মী রিংকু ব্যানার্জি তিনি বলেন গ্রাম পঞ্চায়েতে অফিসে অনেক ছোট্ট শিশুকে নিয়ে মায়েরা আসেন । স্তন পান করানোর অসুবিধা হয় সে কথা মাথায় রেখে এই ধরনের স্তন পান কক্ষ তৈরি করা হয়েছে। এই ইস্যুতে কেন্দ্র এবং রাজ্যকে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্পষ্ট বলা হয়েছে, শিশুদের স্তন্যপান করানো মায়েদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। 'মাতৃ স্পর্শ' নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টে এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিল। তাঁরা আর্জি জানায়, রাস্তাঘাটে স্তন্যপান করানোর জন্য আলাদা ঘর তৈরির নির্দেশ দিক শীর্ষ আদালত। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি প্রসন্ন বি বরালের বেঞ্চ সেই সংক্রান্ত নির্দেশ দিয়েছিল বলেই এখন জানা গেছে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/gSJByDIq6BQ
২০২৪ সালে কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য রুখতে একটি নির্দেশিকা প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকার। সেখানে কাজের জায়গায় স্তন্যপানের আলাদা কক্ষের কথা বলা হয়েছিল। বর্তমান মামলার শুনানিতে সেই নির্দেশিকা কার্যকর করার কথাই বলেছে সুপ্রিম কোর্ট। এই মামলার শুনানি গত ১৯ ফেব্রুয়ারি হলেও শীর্ষ আদালতের নির্দেশকাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, স্তন্যপানের বিষয়টি মোটেই নেতিবাচক ব্যাপার নয়। এটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। মা ও সদ্যোজাত শিশুর ভাল থাকা ও সুস্থ থাকার জন্য স্তন্যপান করানো অপরিহার্য। বিষয়টিকে যাতে নেতিবাচক হিসেবে দেখা না হয় সেজন্য নাগরিকদেরই বড় ভূমিকা নিতে হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
শিশুদের স্তন্যপান করানো মায়েদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে: নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট।
No comments