অদ্রিজ শাড়ী দিচ্ছে পবিত্র ঈদের ধামাকা.... আর কয়েকদিন পরেই পবিত্র ঈদ মোবারক, পবিত্র ঈদে নতুন পোশাক কেনাকাটা করতে গেলে হলদিয়া গিরিশ মোড় বাসস্ট্যান্ডের পাশেই অদ্রিজ শাড়ির বিশাল শোরুম। ১৮ই মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত চলবে কে…
অদ্রিজ শাড়ী দিচ্ছে পবিত্র ঈদের ধামাকা....
আর কয়েকদিন পরেই পবিত্র ঈদ মোবারক, পবিত্র ঈদে নতুন পোশাক কেনাকাটা করতে গেলে হলদিয়া গিরিশ মোড় বাসস্ট্যান্ডের পাশেই অদ্রিজ শাড়ির বিশাল শোরুম। ১৮ই মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত চলবে কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড়। নারীদের ভুষন শাড়ি তাই শাড়ি কেনা পরে নিজেকে অপরূপা করে তুলতে চায়? তাই মনের মত শাড়ি পেতে হলে অবশ্যই আসতে হবে হলদিয়া গিরিশ মোড় অদ্রিজ শাড়ি শোরুমে। এখানে পাওয়া যাবে রংবাহারি শাড়ি ,লেহেঙ্গা, কুর্তি , চুরিদার, বিভিন্ন ডিজাইনের ব্লাউজ। কয়েকদিন পরেই পবিত্র ঈদ মোবারক । এই ঈদে সকলের আনন্দে ধারা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আগামী দিন হোক সুন্দর ও আনন্দময়। কেনাকাটার উপর বিশেষ ছাড় দিচ্ছেন হলদিয়া গিরিশ মোড় অদ্রিজ শাড়ী। জানা যায় ২০১ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত কেনাকাটা উপর ১০% ছাড়, ২৫০১ টাকা থেকে ৪০০০ টাকা পর্যন্ত ১২% ছাড়, ৪০০১ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ১৪% ছাড়, ১০,০০১ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত ১৫% ছাড়, ১৫০০১ টাকা থেকে তার উপর কেনাকাটার উপর ১৬% ছাড় দিচ্ছে অদ্রিজ শাড়ী। হলদিয়া নিউজ বিশেষ সাক্ষাৎকার দিলেন অদ্রিজ গ্লোবাল প্রাইভেট লিমিটেড অদ্রিজ শাড়ির কর্ণধার রঞ্জন বেরা এবং- শোভনা বেরা। দেরি করেই ঈদের কেনাকাটার জন্য এখনই পরিবারে আসতেই হবে হলদিয়া গিরিশ মোড় বাসস্ট্যান্ডের পাশেই অদ্রিজ শাড়ির শোরুমে। কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার শোরুমে এসে শাড়ি দেখতে কোন বাধা নেই তাই সব চিন্তার অবসান ঘটিয়ে এখুনি বেরিয়ে পড়ুন পরিবারে অদ্রিজ শাড়ির শোরুমে। নিজেকে নিজের মতো করে সাজতে নিজের পছন্দমত শাড়ি লেহেঙ্গা কুর্তি চুরিদার বিভিন্ন ডিজাইনের ব্লাউজ এবং সর্বোচ্চ ১৬% ছাড় গ্রহণ করুন। শাড়ির কেনাকাটার উপর।
No comments