Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উৎকর্ষ বাংলার অধীনে ১৩ জন মহিলাদের চাকরির অফার লেটার দেওয়া হলো

উৎকর্ষ বাংলার অধীনে ১৩ জন মহিলাদের চাকরির অফার  লেটার দেওয়া হলোপশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা অধীনে মহিলাদের স্বনির্ভর করার জন্য টেলারিং  ট্রেনিং এবং তাদের আজকের শংসা পত্র এবং চাকরির অফার লেটার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। হলদি…

 



উৎকর্ষ বাংলার অধীনে ১৩ জন মহিলাদের চাকরির অফার  লেটার দেওয়া হলো

পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা অধীনে মহিলাদের স্বনির্ভর করার জন্য টেলারিং  ট্রেনিং এবং তাদের আজকের শংসা পত্র এবং চাকরির অফার লেটার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গ চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত এলাকার কারখানায় প্রায় ২৮ জন মহিলা তারা ট্রেনিং নিয়েছিলেন তাদের মধ্যে আজ ১৪ জন মহিলাদের কাজের নিযুক্তি করণ কাজের অফার লেটার বিতরণ করা হয়। শ্যামাজুট প্রোডাক্ট তাদের উদ্যোগেই উৎকর্ষ বাংলা ট্রেনিং প্রোগ্রাম। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের অনুমোদিত শংসাপত্র আজকের সকল মহিলাদের হাতে তুলে দেওয়া হয়। আজকের উপস্থিত ছিলেন স্বামীজি----হলদিয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা ঘোড়ায় প্রধান ছিলেন সহসভাপতি শ্রীকান্ত মাইতি এছাড়াও উপস্থিত ছিলেন চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ  আলোক রঞ্জন দাস উপস্থিত ছিলেন চকদ্বীপা হাই স্কুলের সহশিক্ষক অসিম কুমার মাইতি এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া অভ্যুদয় সংস্থা দুই আধিকারিক প্রমূখ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন শ্রী জুট প্রোডাক্ট কর্ণধার এবং বিশিষ্ট সমাজসেবী শিবনাথ সরকার এবং হলদিয়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা ঘোড়াই প্রধান।

No comments