কবিতা মা কলমে -বিশ্বনাথ মান্না কবিতা মা তুই কোথায় গেলি একবার দে মা সাড়া ,কবি হতে খুব সাধ মোর মনে আসে চাঁদ তারা।
হুড়ুম করে কোথা গেলি তুই খুব রেগে টং না কী?বহু দোষে দোষী তো মুই জড়সড় হয়ে থাকি।
গড় করি মা,তোর পায়ে পড়ি একবার মা …
কবিতা মা
কলমে -বিশ্বনাথ মান্না
কবিতা মা তুই কোথায় গেলি
একবার দে মা সাড়া ,
কবি হতে খুব সাধ মোর
মনে আসে চাঁদ তারা।
হুড়ুম করে কোথা গেলি তুই
খুব রেগে টং না কী?
বহু দোষে দোষী তো মুই
জড়সড় হয়ে থাকি।
গড় করি মা,তোর পায়ে পড়ি
একবার মা কৃপা কর,
কবিতা লেখে কতশত লোকে
মা গো পেয়ে তোর বর।
তবে দে মা মোরে পাগল করে
কবিতায় বাঁধি ঘর,
কুঁড়ে ঘরে মা তুই থাক তবে
আমি নই তোর পর।
No comments