Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গঙ্গা কমিটির উদ্যোগে গঙ্গা নদী দূষণমুক্ত কর্মসূচি!

গঙ্গা কমিটির উদ্যোগে গঙ্গা নদী দূষণমুক্ত কর্মসূচি!
গঙ্গা দূষণ মুক্ত রাখতে মঙ্গলবার সুতাহাটার কুকড়াহাটিতে অনুষ্ঠিত হলো নির্মল গঙ্গা পক্ষ অনুষ্ঠান । সুতাহাটা ব্লক এবং পঞ্চায়েত সমিতিকে সঙ্গে নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা গঙ্গা সুরক…

 



   গঙ্গা কমিটির উদ্যোগে গঙ্গা নদী দূষণমুক্ত কর্মসূচি!


গঙ্গা দূষণ মুক্ত রাখতে মঙ্গলবার সুতাহাটার কুকড়াহাটিতে অনুষ্ঠিত হলো নির্মল গঙ্গা পক্ষ অনুষ্ঠান । সুতাহাটা ব্লক এবং পঞ্চায়েত সমিতিকে সঙ্গে নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা গঙ্গা সুরক্ষা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেছে । কুকড়াহাটি ফেরি ঘাট এবং সংলগ্ন এলাকায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় । বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের পাশাপাশি স্থানীয় মানুষ এই স্বচ্ছতা অভিযানে হাত লাগান । উপস্থিত ছিলেন জেলার বিপিএল ও সমীরণ বারিক, স্থানীয় জেলা পরিষদ সদস্য অভিষেক দাস,সুতাহাটা ব্লকের বিডিও দেবলীনা দাস, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র, সহ-সভাপতি শেখ শাহনওয়াজ, গুয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ শাবির উদ্দিন হড়সমষ্টি উন্নয়ন আধিকারিক, সুতাহাটা ব্লক; শ্রীমতি মৌমিতা মুখার্জি, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, সুতাহাটা ব্লক; সভাপতি, সুতাহাটা পঞ্চায়েত সমিতি; সাব-ইন্সপেক্টর অফ স্কুল, সুতাহাটা সার্কেল; প্রধান, গুয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত; হোড়খালী গ্রাম পঞ্চায়েত; প্রধান, আসাদতালিয়া গ্রাম পঞ্চায়েত; প্রধান, কুকরাহাটি গ্রাম পঞ্চায়েত সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

No comments