Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির!

মেঘাচ্ছন্ন পরিবেশে কি ঘটনা ঘটলো হলদিয়া শিশু উদ্যানে!শিল্প ও শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া। দুর্গাচক সুপার মার্কেটের অদূরে শিশু উদ্যান রয়েছে। থেকে সকাল থেকে মুমূর্ষ রোগী, থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষদের জন্য হাসপাতালে রক্তের যোগা…

 




মেঘাচ্ছন্ন পরিবেশে কি ঘটনা ঘটলো হলদিয়া শিশু উদ্যানে!

শিল্প ও শিক্ষা সংস্কৃতির শহর হলদিয়া। দুর্গাচক সুপার মার্কেটের অদূরে শিশু উদ্যান রয়েছে। থেকে সকাল থেকে মুমূর্ষ রোগী, থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষদের জন্য হাসপাতালে রক্তের যোগান জোগাতে হলদিয়া হ্যাপি অ্যান্ড ট্রাস্টের ও নিক্কন একাডেমীর যৌথ উদ্যোগে রক্তদান শিবি র বিনামূল্যের চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান,ও  দুস্থ অসহায় নৃত্যশিল্পীদের সারা বছরের নিত্য শেখার সমস্ত দায়ভার নিচ্ছেন হলদিয়া নিক্কন একাডেমী এবং হলদিয়া হ্যাপি অ্যান্ড ট্রাস্ট। আজ ২২শে এপ্রিল শনিবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রক্তদান শিবির চক্ষু পরীক্ষা এবং বিকেল থেকে নাচে গানে রঙে বসন্তিকার বসন্ত উৎসব পালন হলদিয়া শিশু উদ্যানে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হলদিয়া হ্যাপি অ্যান্ড টাস্টের সভাপতি এবং নিক্কন একাডেমি সভাপতি কি জানালেন ।---+এটা জানান শতাধিক মানুষ আজ রক্তদান শিবিরের অংশগ্রহণ করেন তার মধ্যে ৩০ জন মহিলা রক্ত দিলেন চক্ষু পরীক্ষা চশমা প্রদান অনুষ্ঠানে প্রায় ১৫০ জন পুরুষ মহিলা চক্ষু পরীক্ষা করে নতুন চশমা গ্রহণ করেন।

No comments