দুই মেদিনীপুরে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই শেষ
সোমবার দুই মেদিনীপুরে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হল। প্রথম দিনের পরীক্ষায় পূর্ব মেদিনীপুরে গরহাজির থাকল ৩৪৭জন পরীক্ষার্থী। এদিন মোট ২৯হাজ…
দুই মেদিনীপুরে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই শেষ
সোমবার দুই মেদিনীপুরে উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হল। প্রথম দিনের পরীক্ষায় পূর্ব মেদিনীপুরে গরহাজির থাকল ৩৪৭জন পরীক্ষার্থী। এদিন মোট ২৯হাজার ৯৮৭জনের পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু, উপস্থিত হয়েছিল ২৯হাজার ৬৪০জন। পরীক্ষা ব্যবস্থা দেখতে জেলাশাসক পূর্ণেন্দু মাজী তমলুক শহরে ডহরপুর তফসিলি হাইস্কুলের সেন্টার ভিজিট করেন। তিনি পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের সঙ্গে কথা বলেন। জেলাশাসক বলেন, জেলায় উচ্চ মাধ্যমিকে মোট ৭১টি সেন্টার হয়েছে। সব জায়গায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অফিসাররা সব জায়গায় ভিজিট করছেন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে জনপ্রতিনিধি থেকে পুলিস, প্রশাসনের লোকজন ছিলেন। উচ্চ মাধ্যমিক সংসদ মনোনীত পূর্ব মেদিনীপুরের জয়েন্ট কনভেনর সমীর ভৌমিক বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি। প্রথম দিন ৩৪৭জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এদিন পশ্চিম মেদিনীপুরেও নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে। জেলায় বনাঞ্চল এলাকায় একশোর বেশি হাতি রয়েছে। পরীক্ষার সময় এটাই প্রশাসন ও বনদপ্তরের কাছে চিন্তার বিষয়। মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানা এলাকায় ঐরাবত গাড়িতে করে বেশ কয়েকজন পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। জেলায় মোট ৭২টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭হাজার ৯৪০জন। প্রায় দুই শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গিয়েছে।পরীক্ষা উপলক্ষ্যে দুই জেলায় পুলিসের পক্ষ থেকে বিশেষ বুথ করা হয়েছে। প্রায় প্রতিটি থানার পুলিস পরীক্ষা কেন্দ্রের সামনে এদিন গোলাপ হাতে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানায়।
এদিন সকাল থেকেই হাতির আনাগোনা থাকা বনাঞ্চল এলাকায় বনদপ্তরের কর্মীরা টহল দেন। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। সিসিটিভি-র নজরদারিও ছিল। বেশকিছু এলাকার পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ডের জেরক্স কপি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যান। পরীক্ষা কেন্দ্র থেকে তাঁদের অরিজিনাল অ্যাডমিট কার্ড আনার নির্দেশ দেওয়া হয়। জেলা পরীক্ষা-কনভেনার রামজীবন মাণ্ডি বলেন, নির্বিঘ্নে প্রথম দিনের পরীক্ষা হয়েছে। ছাত্রছাত্রীদের সমস্যা হয়নি। প্রশাসন, পুলিস এবং বনদপ্তরের থেকে সবধরনের সহযোগিতা ছিল।
No comments