Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুকুর থেকে একাধিক বন্দুকের ব্যবহৃত প্রচুর পরিমাণের কার্তুজ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য

পুকুর থেকে একাধিক বন্দুকের ব্যবহৃত প্রচুর পরিমাণের কার্তুজ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য কাঁথি রেল স্টেশন লাগোয়া রেল জমির উপর একটি পুকুর থেকে একাধিক বন্দুকের ব্যবহৃত প্রচুর পরিমাণের কার্তুজ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায…

 



পুকুর থেকে একাধিক বন্দুকের ব্যবহৃত প্রচুর পরিমাণের কার্তুজ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য 

কাঁথি রেল স্টেশন লাগোয়া রেল জমির উপর একটি পুকুর থেকে একাধিক বন্দুকের ব্যবহৃত প্রচুর পরিমাণের কার্তুজ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে রেল পুলিশ ও কাঁথি থানার পুলিশ

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে রেল কোয়ার্টারের পুকুর থেকে একাধিক বন্দুকের কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ফায়ারিং এর পর যে বুলেটের অংশগুলি থাকে সেই বুলেট উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য। ৩৫০ টি 'পয়েন্ট 3 নট 3' বুলেট, পয়েন্ট 38 বুলেট তিনটে, নাইন এম এম বুলেট ৭ টি, একে ৪৭ এর বুলেট ৩৩ টি। মোট ৩৯৩ বুলেট উদ্ধার হয়েছে। 

এদিন দুপুর বারোটা নাগাদ খড়গপুর জিআরপি জেলার কনস্টেবল এর কাছে একজন রেলওয়ে ট্রাকম্যানের মারফত খবর আসে, ওই ট্রাকম্যান যখন মাছ ধরছিল তখন একটি ভারী ওজনের ব্যাগ তাদের হাতে লাগে। ব্যাগটি খোলার পর দেখা যায় তার মধ্যে প্রচুর পরিমাণে কার্তুজ রয়েছে। এই কার্তুজ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কাঁথির রেল স্টেশন চত্বরে এলাকায়। কোথা থেকে এলো এমন বিপুল পরিমাণে গুলি?  এগুলো বেশিরভাগই ব্যবহৃত কার্তুজ বলে জানা গেছে।

 সংবাদমাধ্যমিকে জানালেন দেবশ্রী সান্যাল অ্যাডিশনাল এস আর পি, খড়গপুর জিআরপি ডিস্ট্রিক্ট।

No comments