Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার পৌরসভা ১০০ কোটি টাকা রাজস্ব আদায়?২৭ বছর পর রেকর্ড করলেন -পৌর প্রশাসক

অভিনব উপায়ে রাজস্ব সংগ্রহে রেকর্ড

হলদিয়ার পৌরসভা ১০০ কোটি টাকা রাজস্ব আদায়?২৭ বছর পর রেকর্ড করলেন -পৌর প্রশাসকঅভিনব উপায়ে রাজস্ব সংগ্রহে রেকর্ড রাজস্ব আদায়ে সর্বকালীন রেকর্ড গড়ল হলদিয়া পুরসভা। চলতি আর্থিক বর্ষে রাজস্ব আয় হয়েছে…




অভিনব উপায়ে রাজস্ব সংগ্রহে রেকর্ড



হলদিয়ার পৌরসভা ১০০ কোটি টাকা রাজস্ব আদায়?২৭ বছর পর রেকর্ড করলেন -পৌর প্রশাসক

অভিনব উপায়ে রাজস্ব সংগ্রহে রেকর্ড

 রাজস্ব আদায়ে সর্বকালীন রেকর্ড গড়ল হলদিয়া পুরসভা। চলতি আর্থিক বর্ষে রাজস্ব আয় হয়েছে প্রায় ১০০ কোটি টাকার বেশি। যা পুরসভার প্রতিষ্ঠার পরে ২৭টি আর্থিক বর্ষের মধ্যে সবচেয়ে বেশি।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/XR6xBtMs_gQ


১৯৯৭ সালের ৯ জুন পথ চলা শুরু হলদিয়া পুরসভার। পুরসভার অধিকাংশ 'রোজগার' হয় বড় বড় শিল্প সংস্থা থেকে রাজস্ব আদায়। তবে কোনও কোনও সময় দেখা গিয়েছে, বোর্ড থাকাকালীন বহু কলকারখানার রাজস্ব বকেয়া ছিল। এছাড়া, পুরসভার একাধিক মার্কেট কমপ্লেক্সে প্রায় ২০০০ দোকান ঘরের ভাড়াও দীর্ঘদিন ধরে বকেয়া ছিল বলে দাবি পুরস্কার। বর্তমান আর্থিক বর্ষে পুরসভা শিল্প সংস্থা থেকে রাজস্ব বাবদ আয় করেছে প্রায় ৮০ কোটি টাকা। পুরসভার নিজস্ব পুকুরগুলি লিজ দিয়ে প্রায় এক কোটি টাকা রোজগার করেছে। অন্যান্য সম্পদ- যেমন ট্রেড লাইসেন্স, মিউটেশন, দোকান ঘর ভাড়া-সহ একাধিক সম্পদ থেকে আয় করেছে প্রায় ২০ কোটি টাকা। হলদিয়া পুরসভার দাবি, এর আগে কোনও পুরবোর্ড ৫৫ কোটি টাকার বেশি রাজস্ব শিল্প সংস্থা থেকে আদায় করতে পারেনি। পুরসভার এক আধিকারিক জানান, বহু দোকানঘর পুরসভার জন্মলগ্ন থেকেই ভাড়া দেয়নি। এখন পুর প্রশাসকের একাধিক চিঠিতে দীর্ঘ ২৭ বছরের ভাড়া মেটাতে হয়েছে একাধিক দোকানদারকে। সে ক্ষেত্রে পুরসভার তরফে মোট ভাড়া দু'টো বা তিনটে কিস্তিতে দেওয়ার আবেদন মঞ্জুর করা হয়েছে।

পুরসভা সূত্রের খবর, শুধু যে রাজস্ব সংগ্রহে পুরসভা নজর দিয়েছে তা নয়, এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। যেমন, পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে বসানো হচ্ছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক চুল্লি, তৈরি করা হচ্ছে আধুনিকমানের বাসস্ট্যান্ড, নিকাশি সমস্যা মেটাতে কেনা হয়েছে সাকশন পাম্প। এছাড়া, ২০ নম্বর ওয়ার্ডে গড়ে তোলা বৃদ্ধাশ্রম। হলদিয়ার পুরপ্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, "একাধিক সংস্থার কর বকেয়া ছিল। সেই করগুলি সংগ্রহ করার ফলেই এই মোটা টাকা রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে।"

No comments