ফুলের রং- দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী) ধুতুরার সাদা ফুল মৃদু তার গন্ধ গাছেতে লাগে ভালো নয় এটা মন্দ। কত রং দেখি ভাই এই জবা ফুলেতে লাগে …
ফুলের রং-
দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
ধুতুরার সাদা ফুল
মৃদু তার গন্ধ
গাছেতে লাগে ভালো
নয় এটা মন্দ।
কত রং দেখি ভাই
এই জবা ফুলেতে
লাগে ভারি গাঁদা ফুল
মেয়েদের চুলেতে।
গোলাপের নানা রং
কাঁটা ভরা ডাল
উৎসবে অনুষ্ঠানে
থাকে চিরকাল।
চারিদিকে ভরে যাক
বেল শেফালির গন্ধে
জুঁই রজনীর শোভাতে
নাচে সবাই ছন্দে।
No comments