পূর্ব মেদিনীপুর জেল ৬০ হাজার ১৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন আজ থেকে শুরু হচ্ছে ছাত্র-ছাত্রীদের জীবনের সবথেকে বড় পরীক্ষা । সকাল ১০ঃ৪৫ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে প্রথম দিন পরীক্ষার্থীরা সকাল সাড়ে নটার পর থেকেই পরীক্ষা কে…
পূর্ব মেদিনীপুর জেল ৬০ হাজার ১৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন
আজ থেকে শুরু হচ্ছে ছাত্র-ছাত্রীদের জীবনের সবথেকে বড় পরীক্ষা । সকাল ১০ঃ৪৫ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে প্রথম দিন পরীক্ষার্থীরা সকাল সাড়ে নটার পর থেকেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে। অন্যান্য দিন সকাল দশটার পর থেকে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে। পর্ষদের পক্ষ থেকে জনপ্রতিনিধির সেন্টারে ঢুকতে নিষেধ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সেন্টারের ১০০ মিটার এলাকা জুড়ে যাবতীয় জেরক্স সেন্টার বন্ধ থাকতে হবে। পরীক্ষার তিন দিন আগে থেকে লাউডস্পিকারে ব্যবহার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার মোট পরীক্ষার্থী ৬০ হাজার ১৩৬ জন তার মধ্যে ছাত্র সংখ্যা ২৮ হাজার ৭৮৪ এবং ছাত্রী ৩১ হাজার ৩৫২ জন। গত বছর মোট ৫৭ হাজার ১০০ জন পরীক্ষা দিয়েছিলেন। তমলুক মহকুমার ২১,৫৮৮ জন পরীক্ষায় বসবে। হলদিয়ায় পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৭৬৭ জন। কাঁথি মহাকুমার পরীক্ষার্থী সংখ্যা ১৫ হাজার ৬ জন, এগরা মহকুমার পরীক্ষায় বসবে মোট ১১৭৭৫ জন। মোট সেন্টারের সংখ্যা ১১২টি।প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে ফ্লেক্স টাঙ্গানো হয়েছে সেখানে পরীক্ষার্থী কি কি করনীয় এবং কি করনীয় নয় সেটা উল্লেখ করা হয়েছে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এলাকার বাস মালিক সংগঠন অতিরিক্ত বাস চালাবে। এছাড়াও জেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে জাতে রাস্তায় পর্যাপ্ত বাস থাকে সেজন্য বাস মালিক সংগঠন গুলির সঙ্গে ইতিমধ্যে জেলা পর্যায়ে মিটিং করা হয়েছে প্রশাসনের উদ্যোগে। রাস্তায় পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ থাকবে।
No comments