দীর্ঘদিন কাজ করার পরেও কন্টাকটার পরিবর্তন হতেই কাজ খোয়ালেন শতাধিক শ্রমিকশিল্প শহর হলদিয়া রিফাইনারি ( IocL)৫০ তম বর্ষপূর্তি উদযাপন শুরু হয়েছে ধুমধাম সহকারে। ১৯৯৫ সাল থেকে প্রায় ৯০ জন শ্রমিক হলদিয়া রিফাইনারি ড্রাম প্লান্টে কা…
দীর্ঘদিন কাজ করার পরেও কন্টাকটার পরিবর্তন হতেই কাজ খোয়ালেন শতাধিক শ্রমিক
শিল্প শহর হলদিয়া রিফাইনারি ( IocL)৫০ তম বর্ষপূর্তি উদযাপন শুরু হয়েছে ধুমধাম সহকারে। ১৯৯৫ সাল থেকে প্রায় ৯০ জন শ্রমিক হলদিয়া রিফাইনারি ড্রাম প্লান্টে কাজ করতেন 2021 সালে কন্ট্রাক্টার পরিবর্তন হতেই সেই ৯০ জন শ্রমিক কাজের অনিশ্চয়তার মধ্যে পড়ে।
শাসক বিরোধী দল নেতা-মন্ত্রী এম এল এ ও এমপি সকলের কাছেই দারস্ত হয়েছেন সকলেই শান্ত না বাক্য দিয়েছেন কাজের কাজ কিছুই হয়নি। তাহলে কি এই ৯০ জন শ্রমিক সত্যিই কাজ হারালেন। এরা আইনের দারস্ত হন নিজাম প্যালেসে শ্রমিক এবং রিফাইনারি কর্তৃপক্ষদের একত্রিতভাবে আলোচনা সভায় ওই সকল শ্রমিকদের কাজ দেওয়ার কথা ও কর্তৃপক্ষ স্বীকার করেছেন বলে সত্যি জানা যায় কিন্তু ২০২৫ চলতি বর্ষের এখনো তারা কাজ পায়নি শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এবং ভারতীয় মজদুর সংঘ নেতাদের কাছে পৌঁছে গিয়েছিলেন এই সকল কাজ-হারা শ্রমিকরা আলোচনা হয়েছে কিন্তু সেই সান্তনা বাক্য ছাড়া কিছুই তারা পায়নি আজকের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন গৌর হরিঘড়াই। তিনি বলেন আমরা ৯০ জন শ্রমিক লোডিং আনলোডিং এবং অপারেটর মিলে মোট ১০০ জন আমরা কাজ হারিয়েছি। আমরা বাধ্য হয়ে আজ রাস্তায় নেমেছি আমাদের এই আন্দোলন কর্তৃপক্ষ যদি মেনে না নেন তাহলে আমরা গেট অবরোধ করবো এই কর্মসূচি অব্যাহত থাকবে। আজ হলদিয়া রিফাইনারি মার্কেটিং ডিভিশন গেটেই তাদের এই বিক্ষোভ অবরোধ চলে।
No comments