Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রেশনে কারচুপি? ডিলারকে হাতেনাতে ধরলো জনতা

রেশনে কারচুপি? ডিলারকে হাতেনাতে ধরলো জনতা
রেশনে কারচুপি, হাতেনাতে ধরা পরল রেশন ডিলার। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া মাইসোরার ফকির বাজার এলাকায় । সূত্রে জানা যায় সকালে রেশন ডিলারের কারচুপি ধরে ফেলল এলাকাবাসীরা। এলাকাবা…

 



রেশনে কারচুপি? ডিলারকে হাতেনাতে ধরলো জনতা


রেশনে কারচুপি, হাতেনাতে ধরা পরল রেশন ডিলার। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া মাইসোরার ফকির বাজার এলাকায় । সূত্রে জানা যায় সকালে রেশন ডিলারের কারচুপি ধরে ফেলল এলাকাবাসীরা। এলাকাবাসীর অভিযোগ যে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত রেশম সামগ্রী দিচ্ছে না। বিল চাইলেও বিল দিত না। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর রশিদ নিজেই রেখে দিত রেশন ডিলার। আজ হাতেনাতে ধরা পড়ার পর গ্রামবাসীরা আটকে রাখে ওই রেশন ডিলারকে,পাশাপাশি রেশন দোকানে তালা মেরে দেয়।

এলাকাবাসীর অভিযোগ, তার  পরিবারের দুটি AAY অর্থাৎ (অন্তদয়) কার্ড থাকা সত্বেও তাকে পর্যাপ্ত রেশন না দিয়ে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ।

No comments