Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টি টুয়েন্টি ডিউজ লীগ কাম নক ক্রিকেট প্রতিযোগিতা

টি টুয়েন্টি ডিউজ লীগ কাম নক ক্রিকেট প্রতিযোগিতাকন্টাই সুপারষ্টার ক্লাবের পরিচালনায় টি টুয়েন্টি ডিউজ লীগ কাম নক ক্রিকেট প্রতিযোগিতা সিএসএসসি সুপার চ্যালেঞ্জ কাপে আজ লীগের শেষ খেলা অনুষ্ঠিত হলো।  অংশগ্রহণ করে হাতিশাল অগ্রগামী সংঘ ও…

 



টি টুয়েন্টি ডিউজ লীগ কাম নক ক্রিকেট প্রতিযোগিতা

কন্টাই সুপারষ্টার ক্লাবের পরিচালনায় টি টুয়েন্টি ডিউজ লীগ কাম নক ক্রিকেট প্রতিযোগিতা সিএসএসসি সুপার চ্যালেঞ্জ কাপে আজ লীগের শেষ খেলা অনুষ্ঠিত হলো।  অংশগ্রহণ করে হাতিশাল অগ্রগামী সংঘ ও কন্টাই পাইনিওয়ার ইলেভেন। সকালে টসে জিতে হাতিশাল ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে খেলা হাতিশাল ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে প্রত্তুতরে কন্টাই পাইনিওয়ার ইলেভেন ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৪৪ রানে সকালে আউট হয়ে যায় ফলে হাতিশাল অগ্রগামী ৪২ রানে জয়লাভ করে। হাতিশাল অগ্রগামী সংঘের গৌরাঙ্গ পাত্র ৪ ওভারে ১৭ রান খরচ করে ৪ উইকেট দখল করে স্বর্গীয় বিপাশা দাস ভৌমিক ম্যান অফ দি ম্যাচ স্মৃতি পুরস্কার লাভ কর এই পুরস্কার তুলে দেন গোলক চন্দ্র বিশ্বাস ও সুমন রায়। খেলায় আম্পায়ার ছিলেন শিবরাম মন্ডল ও ইন্দ্রজিৎ পট্টনায়ক। উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক ষষ্ঠীপদ চক্রবর্তী, সমীরণ বড়াই, মনোজ দাস, হরিপদ চক্রবর্তী। ক্লাব সম্পাদক বিশ্বজিৎ জানিয়েছেন আগামী ২১ তারিখ নক আউট পর্বের খেলা শুরু হবে সকালে খেলবে গ্রুপ এ চ্যাম্পিয়ন সুইট ইলেভেন ও গ্রুপ বি চ্যাম্পিয়ন হাতিশাল অগ্রগামী সংঘ দুপুরে খেলা হবে গ্রুপ এ রানার্স কন্টাই সিএসএসএ ও গ্রুপ বি রানার্স বালিঘাই ক্রিকেট একাডেমি। এই প্রতিযোগিতার বিশেষ আর্কষণ আগামী ২৪ তারিখ মহিলা টি টুয়েন্টি খেলা।

No comments