বিধায়কের দলবদল নিয়ে কানাঘুঁসো পদ্ম শিবিরে! হলদিয়ায় পদ্ম শিবিরে গৃহযুদ্ধের আঁচ লেগেছে। শ্রমিক সমাবেশে পদ্মের সাংসদ নাম না করে বিধায়ককে 'প্রতারক' আখ্যা দিচ্ছেন। বিধায়কের পাল্টা, উনি ট্রেড ইউনিয়নের কিছু বোঝেন না। বিজেপির সাং…
বিধায়কের দলবদল নিয়ে কানাঘুঁসো পদ্ম শিবিরে!
হলদিয়ায় পদ্ম শিবিরে গৃহযুদ্ধের আঁচ লেগেছে। শ্রমিক সমাবেশে পদ্মের সাংসদ নাম না করে বিধায়ককে 'প্রতারক' আখ্যা দিচ্ছেন। বিধায়কের পাল্টা, উনি ট্রেড ইউনিয়নের কিছু বোঝেন না। বিজেপির সাংসদ বনাম বিধায়কের এই আকচাআকচিতে সরগরম এখন হলদিয়ার রাজনীতি। এদিকে আবার পদ্ম শিবিরের অন্দরেই আবার 'দলবদলু' বিধায়ক তাপসী মণ্ডলের ফের দলবদল নিয়ে জোর কানাঘুষো চলছে। সবমিলিয়ে বন্দর নগরী থেকে শীত পিঠটান দিতেই শহরের রাজনীতির ময়দন উষ্ণ হতে শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে, দলীয় পদের লক্ষে ঘাসফুলের নেতারা যখন শীতঘুমে ঘাপটি মেরে বসে রয়েছেন, সেইসময় পদ্ম শিবিরে এই আকচাআকচি তাৎপর্যপূর্ণ।
হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের নাম না করে তাঁর নেতৃত্বাধীন সংগঠনকে 'প্রতারণামূলক সংগঠন' বলে তোপ দাগলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে বিধায়ক ও তাঁর সহযোগী রাজ্য নেতা শ্যামল মাইতির বিরুদ্ধে নাম না করে দলীয় অনুশাসন ভাঙার অভিযোগ এনেছেন। এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি বিধায়কের পাল্টা মন্তব্য, মনে হয় উনি ট্রেড ইউনিয়ন বোঝেন না। এদিন বিজেপি সাংসদ বলেন, শ্রমিকদের যা কিছু সমস্যা বিএমএসকে জানাবেন। অন্য কারও দ্বারা প্রভাবিত হবেন না। হলদিয়ায় মাঝে মাঝে বিজেএমসি নামে একটি প্রতারণামূলক সংগঠনের নাম শুনতে পাচ্ছি। আমাদেরই দলের কিছু কিছু লোক দলীয় অনুশাসন অগ্রাহ্য করে সেটি চালাচ্ছেন। হলদিয়ায় অফিসে যখন বসছি, তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ পাই। তিনি বলেন, বিএমএসকে ভেঙে শ্রমিকদের
বিজেএমসিতে নিয়ে যাওয়া চলে যাওয়া হচ্ছে আমাদেরই দলের দু'একজন নেতৃস্থানীয়য়ের উদ্যোগে। এটা করতে বারণ করেছি শ্রমিকদের। শ্রমিকদের এদিন সাংসদ আবেদন করেন, বিজেএমসি দ্বারা প্রতারিত হবেন না। যে সমস্ত কারখানায় শ্রমিকদের নতুন বেতন চুক্তি হয়নি, সেখানে চোয়াল শক্ত করে নিজেদের স্বার্থ সুরক্ষিত রেখে চুক্তি ফয়সালা করতে হবে। বিজেপি সাংসদের এই মন্তব্যের প্রেক্ষিতে বিধায়ক তাপসী মণ্ডল বলেন, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নিয়ে ট্রেড ইউনিয়ন তৈরি হয়। তাই কোনও রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন বৈধ বা অবৈধ আমরা কেউ বলতে পারি না। আমার মনে হয়, উনি এমন বলতে পারেন না। আসলে উনি এবিষয়ে বোঝেন না। এদিন হলদিয়ার টাউনশিপে বিজেপির শ্রমিক সমাবেশ হয় বিবি ঘোষ অডিটোরিয়ামে। ওই শ্রমিক সমাবেশের আয়োজক ভারতীয় মজদুর সঙ্ঘ বা বিএমএস।
No comments