Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চৈতন্যদ্বার",১১৬ বি জাতীয় সড়কে যানচলাচল বন্ধ, সমস্যায় স্থানীয় মানুষ, ব্যবসায়ী থেকে হোটেল মালিক কর্তৃপক্ষ!

দিঘা জগন্নাথ মন্দিরের সমনে গড়ে উঠেছে " চৈতন্যদ্বার",১১৬ বি জাতীয় সড়কে যানচলাচল বন্ধ, সমস্যায় স্থানীয় মানুষ, ব্যবসায়ী থেকে হোটেল মালিক কর্তৃপক্ষ!
দিঘার জগন্নাথ মন্দিরের সামনে ১১৬ বি জাতীয় সড়কের উপরে গড়ে উঠছে "চৈতন্যদ…

 



দিঘা জগন্নাথ মন্দিরের সমনে গড়ে উঠেছে " চৈতন্যদ্বার",১১৬ বি জাতীয় সড়কে যানচলাচল বন্ধ, সমস্যায় স্থানীয় মানুষ, ব্যবসায়ী থেকে হোটেল মালিক কর্তৃপক্ষ!


দিঘার জগন্নাথ মন্দিরের সামনে ১১৬ বি জাতীয় সড়কের উপরে গড়ে উঠছে "চৈতন্যদ্বার"। কাজের জন্য গত ২৪ শে মার্চ থেকে আগামী ২০ দিন জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে জেলাশাসক পূর্ণেন্দু মাজি। জাতীয় সড়কের উপর গেট নির্মানের কারনে সমস্ত পর্যটকদের দিঘা গেটের কাছে নামতে হচ্ছে যারা ওল্ড দিঘায় যাবেন। এছাড়া যারা নিউ দিঘা বা তার পার্শ্ববর্তী এলাকায় যাবেন তাদের দিঘা বাইপাস ধরে যেতে হবে। ওল্ড দিঘায় যানবাহন ঢুকতে না দেওয়ায় স্থানীয় মানুষ, ব্যবসায়ী ও হোটেল ব্যবসায়ীরা ভীষণ সমস্যায় পড়েছেন। পুলিশ প্রশাসন যাতে গাড়ি গুলিকে ওল্ড দিঘার পার্কিং পয়েন্ট পর্যন্ত আসতে দেয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন করছেন এলাকার মানুষ, ব্যবসায়ী ও হোটেলিয়ার্স এসোশিয়েশনের সদস্যেরা।

দিঘা- শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক সুশান্ত পাত্র জানান, " দিঘা জগন্নাথ মন্দিরের কাছে গেট নির্মানের জন্য সমস্ত যানবাহন দিঘা গেট থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ওল্ড দিঘায় ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে ওল্ড দিঘার বাসিন্দা থেকে ব্যবসায়ী ও হোটেল কর্তৃপক্ষ বহু সমস্যস্য পড়েছেন। আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে আগামীকাল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কাছে স্মরক লিপি জমা দেওয়া প্রক্রিয়া শুরু করেছি। আমরা চাইছি, যাতে পর্যটকেরা আসতে পারে তারজন্য ওল্ড দিঘার পার্কিং পয়েন্ট পর্যন্ত গড়িগুলিকে আসার ব্যবস্থা করুক প্রশাসন। আমরা প্রশাসনের সাথে থেকে রুটম্যাপ তৈরি করে যাতে কারো কোনো সমস্যা না হয় তার চেষ্টা করছি।

তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে। স্বস্তির জন্য দিঘা মুখি হচ্ছেন পর্যটকেরা। রোড বন্ধ থাকার কারনে অনেকেই দিঘা এড়াচ্ছেন। যারা আসছেন বেশ সমস্যাতেও পড়ছেন তারা। প্রশাসন কি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় এলাকাবাসী।

No comments