কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারপূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া গান্ধীনগরে এক বাড়ি থেকে কলেজ ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল সৃষ্টি হয়েছে।ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/-9HeX-77ackহলদিয়া থানার পুলিশ দেহটি উ…
কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া গান্ধীনগরে এক বাড়ি থেকে কলেজ ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল সৃষ্টি হয়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/-9HeX-77ack
হলদিয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় হলদিয়া মহকুমার হাসপাতালে পাঠান। সূত্রে জানা যায় হলদিয়া এইচআইটি কলেজের M-tec 1st year ছাত্রী অনন্যা অধিকারী বয়স আনুমানিক 25 গান্ধী নগরের ই ব্লক নারায়ণ চন্দ্র আচার্যের বাড়িতে ভাড়া থাকতো । বাড়ি নম্বর E-12 ঘর মালিক দুপুরে ঠাকুরের প্রসাদ দিতে এসে দেখে রুমের দরজা বন্ধ। হলদিয়া থানার পুলিশকে খবর দেওয়া হয় ।হলদিয়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। তদন্তে নেমেছেন থানার পুলিশ।
No comments