তাম্রলিপ্ত বইমেলা ২০২৫তমলুকের ঐতিহ্যমন্ডিত রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে তাম্রলিপ্ত বইমেলা। বইমেলা উদ্বোধন পঁচিশে ফেব্রুয়ারি বেলা তিনটায়। উদ্বোধন করবেন কথাসাহিতিক স্বপ্নময় চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপ…
তাম্রলিপ্ত বইমেলা ২০২৫
তমলুকের ঐতিহ্যমন্ডিত রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে তাম্রলিপ্ত বইমেলা। বইমেলা উদ্বোধন পঁচিশে ফেব্রুয়ারি বেলা তিনটায়। উদ্বোধন করবেন কথাসাহিতিক স্বপ্নময় চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর সৌরাংশু মুখোপাধ্যায় উপাচার্য মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় আরো অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। মেলা ছয় দিন ধরে চলবে। ২৫ শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হবে ২রা মার্চ রবিবার শেষ হবে। তাম্রলিপ্ত বই মেলা কমিটির সম্পাদক বিধানচন্দ্র সামন্ত বলেন আমাদের এখানে মোট ৩৫টি স্টল থাকবে। কলকাতার বিভিন্ন ধরনের বুক স্টল থাকবে যেমন লিটিল ম্যাগাজিন ছোট গল্প উপন্যাস। এই বছরে বিশেষ আকর্ষণ আমাদের মেলাতে পুরনো বইয়ের স্টল দুটি থাকবে। যে বইগুলি খুব পুরনো সাধারণ কোনো দোকানে পাওয়া যায় না সেই ধরনের দুটি স্টল থাকবে। আমরা এ বছর প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার বই বিক্রির লক্ষ্যমাত্রা রেখেছি। বইমেলার এই ৬ দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
No comments