দুই ছাত্র সংগঠনের মধ্যে হাতাহাতি মুখে কুলুপ কলেজ কর্তৃপক্ষনন্দীগ্রাম কলেজের অধ্যক্ষর রুমে ABVP ও TMCP মধ্যে হাতাহাতি,মুহূতে ভিডিও ভাইরাল,মুখে কুলুপ কলেজ কর্তৃপক্ষ।প্রেম ঘটিত বিষয়ে নিয়ে নন্দীগ্রাম কলেজে প্রিন্সিপালের রুমেই হ…
দুই ছাত্র সংগঠনের মধ্যে হাতাহাতি মুখে কুলুপ কলেজ কর্তৃপক্ষ
নন্দীগ্রাম কলেজের অধ্যক্ষর রুমে ABVP ও TMCP মধ্যে হাতাহাতি,মুহূতে ভিডিও ভাইরাল,মুখে কুলুপ কলেজ কর্তৃপক্ষ।
প্রেম ঘটিত বিষয়ে নিয়ে নন্দীগ্রাম কলেজে প্রিন্সিপালের রুমেই হাতাহাতি এ বি ভি পি ও টি এম সি পি মধ্যে। আর সেই ভিডিও ভাইরাল হলো সমাজ মাধ্যমে।
জানা যাচ্ছে, কোন এক বহিরাগত কে নিয়ে প্রেম সংক্রান্ত বিষয়ে ঝামেলা ও মারধর করার অভিযোগ ওঠে গতকাল। সেই অভিযোগ নিয়ে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অধ্যক্ষ সামু মৌলী কাছে গেলে ।সেই প্রিন্সিপাল রুমেই ABVP ও TMCP বচসা থেকে মারধর করার অভিযোগ একে অপরের বিরুদ্ধে।
মুহূতে সেই ভিডিও ভাইরাল হয়েছে।
দুই ছাত্র সংগঠনের দাবি একে অপরের বিরুদ্ধেই।
যদিও কলেজের অধ্যক্ষ এই নিয়ে কোনই প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
No comments