তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হলদিয়াতে ভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন!একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম , ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ,এবং ব…
তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হলদিয়াতে ভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন!
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম , ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ,এবং বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে আজকের তথ্য সংস্কৃতি দপ্তর হলদিয়া মহকুমার উদ্যোগে হলদিয়া পৌরসভার সহযোগিতায় পালিত হলো ভাষা দিবস। আজকের এই সভায় দুই বক্তা উপস্থিত ছিলেন শিশির বাগ ও কমল কুন্ডু। আজকের শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারি গাওয়া গান "আমি বাংলায় গান গাই .... এই গান দিয়ে আজকে বাংলা ভাষা মাতৃভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রী সুপ্রভাত চ্যাটার্জী, মাননীয় মহকুমা শাসক, হলদিয়া, শ্রী কৌশিক ব্যানার্জী, মাননীয় উপশাসক ও উপসমাহর্তা, হলদিয়া, শ্রী সৌমেন বিশ্বাস, মাননীয় উপশাসক ও উপসমাহর্তা, হলদিয়া, জুলফিকার আলি, মাননীয় কার্যনির্বাহী আধিকারিক, হলদিয়া পৌরসভা, শ্রী দুলাল সরকার, মাননীয় অর্থ আধিকারিক, হলদিয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ কমল কুমার কুণ্ডু ও শ্রী শিশির কুমার বাগ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল পৌর পাঠভবন বিদ্যালয় ও সুজন পট্যনায়েক ও সম্প্রদায়।গতকাল, ২০ তারিখে, আয়োজিত রচনা ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয় ও শিক্ষার্থীর মোট সংখ্যা যথাক্রমে ১৫ ও ৭৭। স্থানাধিকারীদের নাম
তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা-প্রথম : অঙ্গনা সাহু, বাজিতপুর সরদামনি বালিকা বিদ্যালয়(উ.মা.).দ্বিতীয় : চন্দ্রমৌলী কর, বাজিতপুর সরদামনি বালিকা বিদ্যালয়(উ.মা.)
তৃতীয় : বৃষ্টি দাস , হলদিয়া হাই স্কুল,রচনা প্রতিযোগিতা-
প্রথম : সুস্মিতা পুরকাইত, হলদিয়া গভঃ. স্পন্স. টেন ক্লাস সেকেন্ডারি স্কুল (উ.মা.)দ্বিতীয় : চন্দ্রমৌলী কর, বাজিতপুর সরদামনি বালিকা বিদ্যালয়(উ.মা.)তৃতীয় : স্নেহা কর, দক্ষিণচক হাই স্কুল(উ.মা.)জানালেন তথ্য সংস্কৃতি দপ্তর হলদিয়া মহকুমার আধিকারিক ঋতুপর্ণা হালদার।
No comments