Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কচ্ছপ বাঁচাতে নয়া উদ্যোগ

কচ্ছপ বাঁচাতে নয়া উদ্যোগঅলিভ রিডলে কচ্ছপ রক্ষা করতে তাদের প্রজননের সময়ে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য উদ্যোগী হয়েছে তট রক্ষীবাহিনী। 'অপারেশন অলিভিয়া' নামে একটি বিশেষ কার্যক্রম হয়েছে। শুক্রবার হলদিয়ায় অবস্থিত উপকূল রক্…

 




কচ্ছপ বাঁচাতে নয়া উদ্যোগ

অলিভ রিডলে কচ্ছপ রক্ষা করতে তাদের প্রজননের সময়ে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য উদ্যোগী হয়েছে তট রক্ষীবাহিনী। 'অপারেশন অলিভিয়া' নামে একটি বিশেষ কার্যক্রম হয়েছে। শুক্রবার হলদিয়ায় অবস্থিত উপকূল রক্ষীবাহিনী একটি প্রেস বিবৃতিতে জানায়, ওড়িশা উপকূলের রুশিকুলিয়া এবং অপরটি দেবী নদীর মোহনা এলাকায় ওই জাতীয় কচ্ছপের বসবাস। ওই দুটি এলাকায় সুরক্ষা ও ডিম পাড়ার অনুকূল পরিবেশ রক্ষার দিকটি নজরদারি চালিয়েছে উপকূল রক্ষীবাহিনী। 'ড্রনিয়ার' বিমান এবং জলপথে জাহাজের মাধ্যমে নজরদারি চলেছে। মৎস্যজীবীদের জালে জড়িয়ে যাওয়া কচ্ছপ উদ্ধার করা হয়েছে এই অভিযানে। এই বিপন্ন প্রজাতি সম্পর্কে তাঁদের সতর্ক করা হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, রুশিকুলিয়ায় ৬,১২৬টি বাসা এবং পাঁচ লক্ষ ৫১ হাজার ২৩৮টি ডিম পাওয়া গিয়েছে। দেবী নদীর মোহনাতেও ৬০টি বাসা এবং ৫৪,০০ ডিম মিলেছে।

No comments