হলদিয়া কেন্দেমারী নন্দীগ্রাম ফেরি সার্ভিস এর ভাড়া বৃদ্ধির প্রতিবাদ
নন্দীগ্রাম ফেরি সার্ভিসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে সিপিআইএম তাদের দাবি কোনরকম আলোচনা না করেই হঠাৎ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ভাড়া বেড়ে হয়েছে ৫ টাকা থে…
হলদিয়া কেন্দেমারী নন্দীগ্রাম ফেরি সার্ভিস এর ভাড়া বৃদ্ধির প্রতিবাদ
নন্দীগ্রাম ফেরি সার্ভিসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে সিপিআইএম তাদের দাবি কোনরকম আলোচনা না করেই হঠাৎ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ভাড়া বেড়ে হয়েছে ৫ টাকা থেকে ৭ টাকা সাইকেলের ভাড়া ৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৬ টাকা মোটর বাইকের ভাড়া ১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮ টাকা। ইংরেজিতে ছাপা কাগজে ফেরি ছাড়বার নির্ঘণ্টনসহ বর্ধিত ভাড়া তালিকা দেয়া হয়েছে। তবে ওই ভাড়া বৃদ্ধির কাগজে কর্তৃপক্ষের স্বাক্ষর বা সিল নেই। হলদি নদীর হলদিয়া টাউনশিপ লাগুয়া ফেরিঘাটে হলদিয়া এবং নন্দীগ্রাম দুই প্রান্তে ছাঁটানো হয়েছে এই বর্ধিত ভাড়ার তালিকা। যা নিয়ে যাত্রীদের মধ্যে রীতিমতো অসন্তোষ তৈরি হয়েছে। সেই জায়গায় সিপিএমের আন্দোলন যাত্রীদের প্রতিবাদকে উস্কে দিয়েছে যদিও সূত্রে জানা যায় ফেরি সার্ভিসের মালিক রবিদাস জানিয়েছেন সরকারি নিয়ম মেনে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। যাত্রী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এবং প্রশাসনিক কর্তাদের আলোচনার ভিত্তিতেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। যদিও এই পদক্ষেপে ভোর ৫টা থেকে রাত্রি ১০-৩০টা পর্যন্ত ফেরি চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। তবে যাত্রী ভাড়া বিষয় কি কোনোভাবে মেনে নিতে পারছেন না আন্দোলনকারী সিপিআইএম নেতাকর্মী সমর্থকরা সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক জানিয়েছেন কোনরকম আলোচনা না করেই যাত্রীদের উপর বাড়তি বাড়ার বোঝা চাপিয়ে দেওয়া হলো। এটা আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না আমরা সেজন্য যাত্রীদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করছি গণস্বাক্ষর সম্বলিত দাবী পত্র আমরা হলদিয়া পৌরসভা কর্তৃপক্ষের কাছে জমা দেবো। সেই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন এবং পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছেও এই দাবি আমরা পেশ করব। ফেরি সার্ভিসের বিষয়টিকে জনপরিসেবা পরিবর্তে ব্যবসায়িকভাবে ব্যবহার করা হচ্ছে। জনস্বার্থ ক্ষুন্ন করে এই ব্যবসা কোনভাবেই বরদাস্ত করতে পারছি না। অহেতুক ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। পৌরসভার নির্বাচন না করে জনপ্রতিনিধিদের মতামত না নিয়েই পৌর প্রশাসক এ কাজ করা কখনোই ঠিক নয়। তাই পৌর প্রশাসকে আরও একবার ভেবে দেখার জন্য অনুরোধ করব। তিনি বলেন 2022 সালে ৬ সেপ্টেম্বর থেকে পৌরসভার পৌর প্রশাসক নিয়োগ হয়েছে জনপ্রতিনিধির শূন্য। ভাড়া বৃদ্ধি করার ক্ষেত্রে জনগণের প্রতিনিধি তাদের মতামত খুবই জরুরী দরকার। পৌর প্রশাসক এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারেন না।ফেরি সার্ভিসের নিত্যযাত্রী অমলেশ বৈতালিক শেখ আরব হোসেন জীবন সদ্দার, সালমা বেগম অখিল সামন্ত সহ বহু যাত্রী ক্ষোভ উগ্রে দিয়ে বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন। এ বিষয়ে হলদিয়া মহকুমার শাসক তথা পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন জিনিসপত্রের দাম বেড়েছে স্বাভাবিকভাবেই ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচ্য দীর্ঘদিন ধরে ভাড়া বৃদ্ধি হয়নি। তাই এমন পদক্ষেপ করা হয়েছে। আগামী ২৩ শে ফেব্রুয়ারি থেকে এই বর্ধিত ভাড়া কার্যকরী করার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে যেভাবে যাত্রী সাধারণ থেকে রাজনৈতিক দলের সোচ্চার হচ্ছেন বাস্তবে বর্ধিত ভাড়া নেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
No comments