কোলাঘাটের বিডিও'কে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি
আগামী বর্ষার পূর্বেই সেচ দপ্তরের পূর্বের কাটিং চার্ট অনুসারে সোয়াদিঘী খালের পূর্ণসংস্কার,দেনান-দেহাটি-গাজই-টোপা ড্রেনেজের বরদাবাড় বাজার সংলগ্ন অংশের খাল সংস্কার কর…
কোলাঘাটের বিডিও'কে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি
আগামী বর্ষার পূর্বেই সেচ দপ্তরের পূর্বের কাটিং চার্ট অনুসারে সোয়াদিঘী খালের পূর্ণসংস্কার,দেনান-দেহাটি-গাজই-টোপা ড্রেনেজের বরদাবাড় বাজার সংলগ্ন অংশের খাল সংস্কার করে "দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্পে"র পূর্ণাঙ্গ রূপায়ন,বিভিন্ন সেচ খালে সরকারি আর.এল.আই. স্কীমগুলি কার্যকর,অবিলম্বে গত আমন মরশুমে ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষকদের 'শস্য বীমা'র ক্ষতিপূরণ প্রদান সহ সাত দফা দাবীতে আজ কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে কোলাঘাট ব্লকের বি ডি ও'র নিকট স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,সহকারী সম্পাদক সুদর্শন খাটুয়া প্রমুখ। বিডিও দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন,গত ১৫ই নভেম্বর,২০২৪ থেকে সোয়াদিঘী খালটি সংস্কারের কথা থাকলেও প্রায় তিন মাস হতে চলল-এক'শ মিটার খালও সংস্কার করা হয়নি। এলাকাবাসীর অভিযোগ,সোয়াদিঘী লকগেট পার্শ্ববর্তী কাখর্দা গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু জায়গায় শাসক ও প্রধান বিরোধী দলের প্রচ্ছন্ন মদতে খালের ভেতরে থাকা একদল জবরদখলকারী খাল সংস্কারে পদে-পদে বাধা সৃষ্টি করছে। এছাড়াও খালের ভেতরে থাকা বনসৃজনের গাছগুলিও এখনো কাটা হয়নি,যে কারণে খাল সংস্কারের মেশিন ঠিকমতো কাজ করতে পারছে না। অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেচ দপ্তরের পূর্বের কাটিং চার্ট অনুসারে খাল সংস্কারের কাজ শুরুর মাধ্যমে বর্ষার পূর্বেই পূর্ণাঙ্গ সংস্কার করতে হবে।
এ ব্যাপারে নারায়নবাবু জানান, আগামী ৭ই ফেব্রুয়ারি সোয়াদিঘী খাল সংস্কার সমিতি জেলা শাসক দপ্তরে বিক্ষোভ ডেপুটেশনের ডাক দিয়েছে।
No comments